ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে আজ প্লে-অফের ইলিমিনেটর রাউন্ডের ম্যচ। ফাইনালে ওঠার রেসে টিকে থাকতে হায়দরাবাদের মুখোমুখি হবে বেঙ্গালুরু। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
কোহলি বনাম ডেভিড ওয়ার্নারের দলের মধ্যে জয়ী দলের ফাইনাল নিশ্চিত হচ্ছে না। তবে এই ম্যাচটা যারা জিতবে তাদের ফাইনালের আশা বেচে থাকবে। হায়দরাদ-বেঙ্গালুরুর মধ্যে বিজয়ী দলকে খেলতে হবে প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইয়ের সাথে হারা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। সেই ম্যাচে যারা জিতবে তারাই খেলতে পারবে ফাইনালে।
আসরের প্রথম দিকে ফর্মহীনতায় ভোগা হায়দরাবাদ শেষ দিকে এসে দারুন ফর্মে ফিরেছে। শেষ ৫ ম্যাচের ৪টাতেই জিতেছে ওরা। তাই ওদের নিয়ে দু:শ্চিন্তায় থাকতেই হবে বেঙ্গালুরুকে।