মরশুমের মাঝপথে অধিনায়ক পরিবর্তন নাইটদের জন্য চিন্তার বিষয়, মত ইরফানের

খেলাধুলা

[ad_1]

মরশুমের মাঝপথে অধিনায়ক পরিবর্তন নাইটদের জন্য চিন্তার বিষয়, মত ইরফানের

Photo: Twitter

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআরে ঘটেছে নেতৃত্বে বদল। ফ্র্যাঞ্চাইজির দাবি, দীনেশ কার্তিক ‘স্বেচ্ছায়’ নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন ইয়ন মর্গ্যানকে।

#আবুধাবি: ‘কার্তিক হঠাও’ স্লোগান কেকেআর সমর্থকদের জন্য নতুন কিছু নয় ৷ বরং গৌতম গম্ভীরকে সরিয়ে কেকেআর টিম ম্যানেজমেন্টের কার্তিককে অধিনায়ক করার সিদ্ধান্তই একসময়ে অবাক করেছিল নাইট সমর্থকদের ৷ চলতি আইপিএলেও কার্তিকের পারফরম্যান্স একেবারেই ভাল নয় ৷ ব্যাটিংয়ে একেবারেই ফর্মে নেই তিনি ৷ শেষপর্যন্ত টুর্নামেন্টের মাঝপথেই দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কার্তিক ৷ মরশুমের মাঝপথে হঠাৎ এভাবে দলের ক্যাপ্টেন বদল যথেষ্ট চিন্তার বিষয় বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ৷



মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআরে হঠাৎই নেতৃত্বে বদল। ফ্র্যাঞ্চাইজির দাবি, দীনেশ কার্তিক ‘স্বেচ্ছায়’ নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন ইয়ন মর্গ্যানকে। যদিও ক্রিকেটমহল মনে করছে ব্যর্থতার দায় নিয়ে কার্তিককে সরে যেতে বাধ্য করা হয়েছে। কার্তিকের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অধিকাংশ কেকেআর সমর্থকরাই মনে মনে খুশি ৷ কারণ অনেকদিন ধরে ঠিক এটাই চাইছিলেন তাঁরা ৷

এই আবহেই ট্যুইট করেছেন ইরফান পাঠান। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের মতে, ‘মরশুমের মাঝপথে পরিবর্তন দলের সদস্যদের কাছে কখনই স্বস্তির পরিবেশ আনে না। আশা করছি, কেকেআর লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বে না। ওরা প্লে-অফের দৌড়ে দারুণ ভাবে রয়েছে’! অর্থাৎ, কলকাতা প্লে-অফের রাস্তা থেকে সরে যাবে না তো কেকেআর ? আশঙ্কাই প্রকাশ করেছেন ইরফান। তবে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ছাঁটাইয়ের যা অতীত ইতিহাস, তাতে এটা স্পষ্ট যে, দীনেশকে ‘বাধ্য’ই করা হয়েছে অধিনায়কত্ব ছেড়ে দিতে। শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে কেকেআরের নতুন অধিনায়ক মর্গ্যান ৷ এদিনের নাইটদের প্রথম একাদশে দুটি পরিবর্তন করা হয়েছে ৷ নাগারকোটি এবং টম ব্যান্টনের জায়গায় দলে এসেছেন গ্রিন এবং মাভি ৷ অন্যদিকে মুম্বই দলেও একটি পরিবর্তন ৷ জেমস প্যাটিনসনের জায়গায় দলে এসেছেন ন্যাথন কুল্টার নাইল ৷



Published by:
Siddhartha Sarkar


First published:
October 16, 2020, 7:25 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।