সাভারের আমিনবাজার এলাকায় ইতালি প্রবাসীকে প্রকাশ্যে গুলি করে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে সাভরের বিরুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, দুটি বিদেশী পিস্তল, একটি রিভালবার, ১২ রাউন্ড গুলিসহ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, এরা একটি সংষবদ্ধ চক্র। মূলত ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করে ডাকাতি করে দলটি।
গত ২৮শে অক্টোবর ইতালি প্রবাসী আমানুল্লাহ স্ত্রীসহ ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে তাদের অনুসরন করে চক্রের সদস্যরা। পরে, ভাকুর্তা লোহারব্রিজ এলাকার কাছে পৌঁছলে ৩ টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার দিয়ে আমানুল্লাহর গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালিয়ে তার স্ত্রীর ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় গুলিবিদ্ধ হন আমানুল্লাহ। পরে সিসিটিভির ফুটেজ দেখে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।