IPL 2020: অধিনায়ক বদলেও ভাগ্য ফিরল না, কেকেআরের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল মুম্বই

খেলাধুলা

[ad_1]

IPL 2020: অধিনায়ক বদলেও ভাগ্য ফিরল না, কেকেআরের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল মুম্বই

Photo Courtesy- IPL/Twitter

#আবুধাবি : এত বড় একটা টুর্নামেন্ট চলার মধ্যেই অধিনায়ক পরিবর্তনের মতো বিশাল সিদ্ধান্ত তাও আবার   IPL 2020  KKR vs MI ম্যাচের কয়েক ঘণ্টা আগে৷ কেকেআর শিবিরে সব কিছু ঠিকঠাক নেই বেশ কিছু দিন ধরেই মনে হচ্ছিল৷ আর ম্যাচের কয়েক ঘণ্টা আগে অধিনায়কত্বের ব্যাটন দীনেশ কার্তিকের হাত থেকে ইয়ন মর্গ্যানের কাছে যাওয়ার পরেও দলের সেই ধারাবাহিকতার অভাবের বিষয়টিই চোখে পড়ল৷ এদিন মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে কেকেআর হেরে গেল৷ এদিন রোহিতের দল জিতল  ৮ উইকেটে৷

এদিকে এদিন নয়া দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ইয়ন মর্গ্যান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷ কিন্তু শুরু থেকে কিছুই ঠিক যাচ্ছিল না৷ ওপেনার ত্রিপাঠীকে ৭ রানে ফেরত পাঠিয়ে প্রথম ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট৷ এদিন ফ্লপ কেকেআরের এ মরশুমের সফলতম ক্রিকেটার শুভমান গিল৷ তিনি ২৩ বলে ২১ রান করে চাহারের শিকার৷ দায়িত্ব ছেড়েও ফ্লপ দীনেশ কার্তিক তিনি ৮ বলে ৪ করে চাহারের হাতে বধ হন৷ পারেননি নীতিশ রানাও৷

এদিকে এখনও অবধি মরশুমে ফর্ম হাতড়াচ্ছেন রাসেল আর্নল্ড৷ এদিনও হাতড়ালেন৷ তাঁর অবদান ৯ বলে ১১২ রান৷ তবে নয়া দায়িত্বপ্রাপ্ত ইয়ন মর্গ্যান ও প্যাট কামিন্স জুটি কিছুটা ব্যাট চালিয়ে খেলায় কেকেআর একটা মধ্যমানের স্কোর করতে পারে ৷ এদিন ২০ ওভারে ৫ উইকেটে ১৪৮ করে নাইটরা৷ দলের হয়ে সর্বোচ্চ স্কোর প্যাট কামিন্সের৷ তিনি ৩৬ বলে ৫৩ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

অন্যদিকে মর্গ্যানের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৯ রান৷ এদিন মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে চাহার ২ টি , বোল্ট, কুল্টার নিলে ও বুমরাহ একটি করে উইকেট নেন৷

এদিকে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৯ রান তাড়া করতে নেমে কখনই বিপদে পড়েনি মুম্বই ইন্ডিয়ন্স৷ অধিনায়ক রোহিত শর্মাকে ৩৬ বলে ৩৫ রানে প্যাক আপ করে দেন তরুণ নাইট শিভম মাভি৷ পুরনো নাইটকে  তাঁর দলের বিরুদ্ধে বিধ্বংসী হতে দেননি চক্রবর্তী৷ তিনি ১০ রানে ফেরত পাঠান সূর্যকুমার যাদবকে৷ তবে কুইন্টন ডি কক কোনও ভুল হতে দেননি৷ তিনি নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেন৷

এদিন নিজের অর্ধশতরান পার করে যান তিনি৷ তাঁর সঙ্গে ব্যাট হাতে যোগ্য সঙ্গত হার্দিক পান্ডিয়ার৷ এদের জুটিতে একেবারে লুটি করে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় তাঁরা এর ফলে ৮ ম্যাচের ৬ টি জয় ও ২ টি হার নিয়ে তাদের পয়েন্ট ১২ ৷এদিন ১৬.৫ ওভারে ২ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই৷ এদিন কুইন্টন ৪৪ বলে ৭৮ রান করেন , তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷ আর হার্দিক পান্ডিয়া করলেন ১১ বলে ২১ রান, তাঁর ইনিংসে ছিল ৩ টি চার ও ১ টি ছয়৷



Published by:
Debalina Datta


First published:
October 16, 2020, 10:59 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।