ছিঃ! ধোনির প্রাণ ‘জিভাকে’ ধর্ষণের হুমকি, গ্রেফতার দ্বাদশ শ্রেণির ছাত্র

খেলাধুলা

[ad_1]

ছিঃ! ‘কেন খেলতে পারেনি বাবা? ধর্ষণ করব জিভাকে’, ধোনির মেয়েকে হুমকি দিয়ে গ্রেফতার দ্বাদশ শ্রেণির ছাত্র

Photo- Collected

কেন মাঠে ব্যর্থ বাবা? তার খেসারত চোকাতে হবে খুদে শিশুকে ৷ ঘৃণ্য পুরুষের বিষ নজর থেকে রক্ষা নেই একটা দুধের শিশুরও ৷ আইপিএল-এ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ধোনির খারাপ পারফর্মমেন্সের পর সোশ্যাল মিডিয়ায় একদল ঘৃণ্য মানসিকতার মানুষের কটূক্তির শিকার হয় মহেন্দ্র সিং ধোনির একরত্তি কন্যা জিভা ৷

#মুম্বই: কেন মাঠে ব্যর্থ বাবা? তার খেসারত চোকাতে হবে খুদে শিশুকে ৷ ঘৃণ্য পুরুষের বিষ নজর থেকে রক্ষা নেই একটা দুধের শিশুরও ৷ আইপিএল-এ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ধোনির খারাপ পারফর্মমেন্সের পর সোশ্যাল মিডিয়ায় একদল ঘৃণ্য মানসিকতার মানুষের কটূক্তির শিকার হয় মহেন্দ্র সিং ধোনির একরত্তি কন্যা জিভা ৷ সেই মামলায় রবিবার গুজরাতের কুচ জেলার মু্ংদ্রা তহসিল এলাকা থেকে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গ্রেফতার করল পুলিশ ৷ জিভাকে সোশ্যাল মিডিয়া ধর্ষণের হুমকির ঘটনায় রাঁচির রাতু পুলিশ স্টেশনে দায়ের হয়েছে বলে গুজরাত পুলিশ অভিযুক্তকে রাঁচি পুলিশের হাতে তুলে দেবে বলে জানা গিয়েছে ৷

বুধবারের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব ম্যাচ হারার পরই বীভৎস ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন৷ প্লেয়ারদের বা তাঁদের পরিবার ও স্ত্রী-কে নক্কারজনক কথা বলার সংস্কৃতি এ দেশে অনেকদিনের৷ আজহারের স্ত্রী সঙ্গীতা বিজলানি থেকে হালফিলে কোহলির অর্ধাঙ্গিনী অনুষ্কা, এধরনের ঘৃণ্য ট্রোলিংয়ের শিকার হয়েছেন বহুবার ৷ এর আগে ম্যাচ হারার জন্য বহুবার আক্রান্ত হয়েছেন ক্রিকেটারদের পরিবারের মানুষ ৷ ঢিল থেকে আগুন জ্বলা মশাল ছুঁড়ে মারা হয়েছে তাদের বাড়িতে ৷ জ্বলেছে কুশপুতুলও ৷ কিন্তু এবার যা হল তা সমস্ত মাত্রা ছাড়িয়ে গেল ৷ শেখ জায়াদ স্টেডিয়ামে কেকেআরের ১৬৮ রানের টার্গেট পূর্ণ না করতে পারায় সিএসকে ফ্যানদের বিষের ছোবল লাগল কচি জিভার গায়েও৷ এরকমভাবে কারোর সন্তানকে আক্রমণের ঘৃণ্য নজির এই প্রথম গড়লেন নেটিজেনরা ৷

Photo- Collected Photo- Collected


ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়া ভরে যায় ধোনির সমালোচনায় ৷ সেখানে দেখা যায় সিএসকে ক্যাপ্টেনের পারফর্মমেন্সের ময়নাতদন্তের মাঝেই কয়েকজন ফ্যানের বিষনজর পড়ে জিভার দিকে ৷ চ্যাটের বিষয় হয়ে দাঁড়ায় কিভাবে ধর্ষণ করা হবে মাহি ও সাক্ষীর পাঁচ বছরের কন্যাকে ৷ একাধিক জায়গায় তাঁকে শারীরিক নির্যাতন কীভাবে করা হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হল ফেসবুক ও ট্যুইটারে৷ অভিযোগ ধোনির স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও এই ধরণের নক্কারজনক মন্তব্য পোস্ট করে বিকৃত মানসকিতার ভার্চুয়াল ধর্ষকরা ৷

এই ঘটনায় তৎক্ষণাৎ ধোনির ফ্যামিলির সম্মতিতে অভিযোগ দায়ের করে রাঁচি পুলিশ ৷ জিভার জন্য ধোনির বাড়ি ও ফার্মহাউস দুই জায়গাতেই বাড়ানো হয় নিরাপত্তা ৷ অভিযুক্তদের খোঁজে তদন্তে নামে পুলিশ ৷ এদিন কুচ থেকে গ্রেফতার প্রথম অভিযুক্ত, দ্বাদশ শ্রেণীর এক ছাত্র৷ বাকি অভিযুক্তদের খোঁজে এখনও তদন্ত চলছে ৷



Published by:
Elina Datta


First published:
October 11, 2020, 9:31 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।