[ad_1]
Photo- Collected
কেন মাঠে ব্যর্থ বাবা? তার খেসারত চোকাতে হবে খুদে শিশুকে ৷ ঘৃণ্য পুরুষের বিষ নজর থেকে রক্ষা নেই একটা দুধের শিশুরও ৷ আইপিএল-এ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ধোনির খারাপ পারফর্মমেন্সের পর সোশ্যাল মিডিয়ায় একদল ঘৃণ্য মানসিকতার মানুষের কটূক্তির শিকার হয় মহেন্দ্র সিং ধোনির একরত্তি কন্যা জিভা ৷
#মুম্বই: কেন মাঠে ব্যর্থ বাবা? তার খেসারত চোকাতে হবে খুদে শিশুকে ৷ ঘৃণ্য পুরুষের বিষ নজর থেকে রক্ষা নেই একটা দুধের শিশুরও ৷ আইপিএল-এ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ধোনির খারাপ পারফর্মমেন্সের পর সোশ্যাল মিডিয়ায় একদল ঘৃণ্য মানসিকতার মানুষের কটূক্তির শিকার হয় মহেন্দ্র সিং ধোনির একরত্তি কন্যা জিভা ৷ সেই মামলায় রবিবার গুজরাতের কুচ জেলার মু্ংদ্রা তহসিল এলাকা থেকে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গ্রেফতার করল পুলিশ ৷ জিভাকে সোশ্যাল মিডিয়া ধর্ষণের হুমকির ঘটনায় রাঁচির রাতু পুলিশ স্টেশনে দায়ের হয়েছে বলে গুজরাত পুলিশ অভিযুক্তকে রাঁচি পুলিশের হাতে তুলে দেবে বলে জানা গিয়েছে ৷
বুধবারের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব ম্যাচ হারার পরই বীভৎস ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন৷ প্লেয়ারদের বা তাঁদের পরিবার ও স্ত্রী-কে নক্কারজনক কথা বলার সংস্কৃতি এ দেশে অনেকদিনের৷ আজহারের স্ত্রী সঙ্গীতা বিজলানি থেকে হালফিলে কোহলির অর্ধাঙ্গিনী অনুষ্কা, এধরনের ঘৃণ্য ট্রোলিংয়ের শিকার হয়েছেন বহুবার ৷ এর আগে ম্যাচ হারার জন্য বহুবার আক্রান্ত হয়েছেন ক্রিকেটারদের পরিবারের মানুষ ৷ ঢিল থেকে আগুন জ্বলা মশাল ছুঁড়ে মারা হয়েছে তাদের বাড়িতে ৷ জ্বলেছে কুশপুতুলও ৷ কিন্তু এবার যা হল তা সমস্ত মাত্রা ছাড়িয়ে গেল ৷ শেখ জায়াদ স্টেডিয়ামে কেকেআরের ১৬৮ রানের টার্গেট পূর্ণ না করতে পারায় সিএসকে ফ্যানদের বিষের ছোবল লাগল কচি জিভার গায়েও৷ এরকমভাবে কারোর সন্তানকে আক্রমণের ঘৃণ্য নজির এই প্রথম গড়লেন নেটিজেনরা ৷
Photo- Collected
ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়া ভরে যায় ধোনির সমালোচনায় ৷ সেখানে দেখা যায় সিএসকে ক্যাপ্টেনের পারফর্মমেন্সের ময়নাতদন্তের মাঝেই কয়েকজন ফ্যানের বিষনজর পড়ে জিভার দিকে ৷ চ্যাটের বিষয় হয়ে দাঁড়ায় কিভাবে ধর্ষণ করা হবে মাহি ও সাক্ষীর পাঁচ বছরের কন্যাকে ৷ একাধিক জায়গায় তাঁকে শারীরিক নির্যাতন কীভাবে করা হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হল ফেসবুক ও ট্যুইটারে৷ অভিযোগ ধোনির স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও এই ধরণের নক্কারজনক মন্তব্য পোস্ট করে বিকৃত মানসকিতার ভার্চুয়াল ধর্ষকরা ৷
A resident of Kutch district in Gujarat arrested by Police for allegedly giving rape threats to the daughter of cricketer Mahendra Singh Dhoni, over social media. The case was registered at Ratu Police Station in Ranchi of Jharkhand.
— ANI (@ANI) October 11, 2020
এই ঘটনায় তৎক্ষণাৎ ধোনির ফ্যামিলির সম্মতিতে অভিযোগ দায়ের করে রাঁচি পুলিশ ৷ জিভার জন্য ধোনির বাড়ি ও ফার্মহাউস দুই জায়গাতেই বাড়ানো হয় নিরাপত্তা ৷ অভিযুক্তদের খোঁজে তদন্তে নামে পুলিশ ৷ এদিন কুচ থেকে গ্রেফতার প্রথম অভিযুক্ত, দ্বাদশ শ্রেণীর এক ছাত্র৷ বাকি অভিযুক্তদের খোঁজে এখনও তদন্ত চলছে ৷
[ad_2]