ছুটে, ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য ক্যাচ ধোনির! ম্যাচ হেরেও বাজিগর সেই এমএসডি

খেলাধুলা

[ad_1]

অবিশ্বাস্য! প্রায় দ্বিতীয় স্লিপে ছুটে, ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ চল্লিশ ছুঁই ছুঁই ধোনির

অবিশ্বাস্য ক্যাচ ! উইকেটের পিছনে ৩৯ বছরের ধোনি এদিন যে ক্যাচটা ধরলেন, তা মনে রাখবেন প্রত্যেকেই ৷

#আবুধাবি: একের পর এক ম্যাচ হেরে চলতি আইপিএলে এখন অবস্থা খারাপই ধোনির চেন্নাই সুপার কিংসের ৷ প্লে অফে ওঠার রাস্তা ক্রমশই কঠিন হচ্ছে সিএসকে-র ৷ বুধবার কেকেআরের বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচে হার হজম করেছে চেন্নাই ৷ খুব ভাল শুরু করেও শেষের দিকের ওভারগুলোতে পরিকল্পনাহীন ব্যাটিং করতেই দেখা গিয়েছে সিএসকে-কে ৷ যা অবশ্যই চিন্তায় রাখবে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্টকে ৷ কিন্তু এ সবের মধ্যেও বুধবার ধোনি যে অসাধারণ ক্যাচটা ধরলেন ৷ তা সবারই দিল জিতে নিয়েছে ৷

Photo Courtesy: IPLT20.com/BCCI Photo Courtesy: IPLT20.com/BCCI

অবিশ্বাস্য ক্যাচ ! উইকেটের পিছনে ৩৯ বছরের ধোনি এদিন যে ক্যাচটা ধরলেন, তা মনে রাখবেন প্রত্যেকেই ৷ কেকেআরের ইনিংসের শেষ ওভারে দৌড়ে, ঝাঁপিয়ে পড়ে যে ক্যাচ তালুবন্দি করলেন ধোনি, তা দেখে পুরোনো সেই প্রবাদটাই মনে পড়বে- ‘বয়স কেবল এক সংখ্যামাত্র ৷’


চল্লিশ ছুঁইছুঁই ধোনির ফিটনেস দেখে অবাকই হতে হয় ৷ শিবম মাভিকে বল করার আগে ধোনি বোলার ডোয়েন ব্র্যাভোকে ইশারায় বুঝিয়ে দিয়েছিলেন, পেস কমিয়ে বল করতে ৷ অধিনায়কের কথা মেনে সেই মতোই অফ-স্টাম্পের বাইরে একদম গতি কমিয়ে বলটি করেন ব্র্যাভো ৷ বল মাভির ব্যাটের কানায় লেগে প্রায় বেরিয়েই যাচ্ছিল ৷ কিন্তু পাখির মতো ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচ নিলেন ধোনি ৷ প্রায় দ্বিতীয় স্লিপ পর্যন্ত উড়ে গিয়ে ক্যাচটি গ্লভসবন্দি করেন মাহি ৷



Published by:
Siddhartha Sarkar


First published:
October 8, 2020, 9:52 AM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।