[ad_1]
Photo Courtesy: IPL T20.com/BCCI
ম্যান অফ দ্য ম্যাচ- রাহুল ত্রিপাঠি ৷
কলকাতা নাইট রাইডার্স: ১৬৭ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস: ১৫৭/৫ (২০ ওভার)
১০ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স
ম্যান অফ দ্য ম্যাচ- রাহুল ত্রিপাঠি
#আবুধাবি: কেকেআর ম্যাচটি শেষপর্যন্ত জিতে গিয়েছে ৷ খেলাটা পুরো দেখলেও অনেক নাইট সমর্থকরাই যেন নিজের চোখকে সেটা বিশ্বাস করাতে পারছিলেন না ৷ ১৬৮ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল চেন্নাই ৷ মাঝের ওভার গুলোতেও ম্যাচের রাশ নিজেদের দিকেই রেখেছিল ধোনি ব্রিগেড ৷ কিন্তু ফিনিশিংটা ঠিকঠাক করতে পারল না বিশ্বের অন্যতম ‘সেরা ম্যাচ ফিনিশার’ হিসেবে যাঁকে ধরা হয়, সেই মহেন্দ্র সিং ধোনির দলই ৷ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে শেষপর্যন্ত ১৫৭ রানই স্কোরবোর্ডে তুলতে সক্ষম হল চেন্নাই সুপার কিংস ৷ ১০ রানে ম্যাচ জিতে লিগ টেবলে তিন নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স ৷ কার্তিকদের সংগ্রহে এখন ৫ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ৷ নেট রানরেটও (+০.০০২) মোটামুটি ভদ্রস্থ রয়েছে কিং খানের দলের ৷
That”s that from Match 21. @KKRiders win by 10 runs against #CSK.#Dream11IPL pic.twitter.com/wji9rmsowC
— IndianPremierLeague (@IPL) October 7, 2020
১৬৮ রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের প্রথম উইকেট পড়েছিল ৩০ রানে। শিবম মাভির বলে দীনেশ কার্তিককে ক্যাচ দিয়ে ফিরেছিলেন দুরন্ত ফর্মে থাকা ফ্যাফ ডু’প্লেসি ৷ ১০ বলে ১৭ রান করেন তিনি। কিন্তু, অন্যদিকে দুরন্ত ছন্দে ছিলেন শেন ওয়াটসন। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচেই ৫৩ বলে ৮৩ রানে অপরাজিত ছিলেন তিনি। বুধবার সেই মেজাজেই দেখা গিয়েছিল তাঁকে। এদিন নারিনের বলে আউট হওয়ার আগে ৪০ বলে ৫০ রান করে যান শেন ওয়াটসন ৷
Rahul Tripathi is the Man of the Match for his brilliant knock of 81 off 51 deliveries.#Dream11IPL pic.twitter.com/Hez7H21yxY
— IndianPremierLeague (@IPL) October 7, 2020
অম্বাতি রায়ডুর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৯ রান যোগ করে ওয়াটসন টানছিলেন চেন্নাইকে। কিন্তু ২৭ বলে ৩০ করে আউট হন রায়ডু। কমলেশ নাগারকোটির বলে শুভমন গিলকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারায় সিএসকে। কিন্তু তারপরেও সিএসকে-র দিকেই ঝুঁকে ছিল ম্যাচ ৷ ১৭তম ওভারে ধোনির স্টাম্প উড়ে যাওয়াটাই যেন ম্যাচের টার্নিং পয়েন্ট ৷ একসময় যে দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৬ বলে ৬৭ রান ৷ সেই ব্যবধানই ক্রমশ বাড়তে থাকে ৷ শেষ ওভারে চেন্নাইকে ম্যাচ জিততে হলে করতে হত ২৬ রান ৷ ১৬ রানের বেশি করতে পারেননি জাদেজা-কেদার যাদবরা ৷ প্রায় জেতা ম্যাচ এইভাবে হারাটা নিঃসন্দেহে চিন্তা বাড়াবে সিএসকে ব্রিগেডকে ৷
দলের পারফরম্যান্সে খুশি কেকেআর মালিক শাহরুখ খান ৷ Photo Courtesy: IPLT20.com/BCCI
টস জিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও খুব একটা বড় স্কোর খাঁড়া করতে পারেনি কেকেআর ৷ শুভমান গিল (১১), অ্যান্দ্রে রাসেল (২), ইয়ন মর্গ্যান (৭), নীতিশ রানা (৩) ৷ কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিংয়ের ভরসা যাঁরা, প্রত্যেকেই আজ, বুধবার চূড়ান্ত ব্যর্থ ৷ তা সত্ত্বেও স্কোরবোর্ডে যে ১৬৭ রান উঠেছে, তার পুরো কৃতিত্বটা একজনকেই দিতে হয় ৷ তিনি রাহুল ত্রিপাঠি ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচেই প্রথম সুযোগ পেয়েছিলেন ৷ মর্গ্যানের সঙ্গে তাঁর মরিয়া লড়াই মনে রেখেছেন প্রত্যেকেই ৷ এদিনও কেকেআর সমর্থকদের নিরাশ করেননি ত্রিপাঠি ৷ ৫১ বলে ৮১ রান করেন তিনি ৷ মেরেছেন ৮টি চার এবং ৩টি ছক্কা ৷ তিনিই ম্যান অফ দ্য ম্যাচ ৷ অধিনায়ক কার্তিক করেন ১১ বলে ১২ রান ৷ সিএসকে বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন স্যাম কারান , শার্দুল ঠাকুর এবং কর্ণ শর্মা ৷ ৩টি উইকেট নেন ডোয়েন ব্র্যাভো ৷ ইনিংসের শেষ বলে বরুণ চক্রবর্তী রান আউট হওয়ার সঙ্গে সঙ্গেই নাইটদের ইনিংস গুটিয়ে যায় ১৬৭ রানে ৷
Photo Courtesy: IPL T20.com/BCCI
পাওয়ারপ্লে-র ছয় ওভারে এক উইকেট হারিয়ে কলকাতার রান ছিল ৫২। কিন্তু, নীতিশ রানা (১০ বলে ৯) বেশিক্ষণ টিকতে পারেন নি। ৭০ রানে পড়ে কেকেআরের দ্বিতীয় উইকেট। ওপেনিং করতে নেমে বারবার ব্যর্থ হওয়ার পর এদিন চার নম্বরে নেমেছিলেন সুনীল নারিন। ১০ ওভারে কলকাতার রান ছিল দুই উইকেটে ৯৩। কিন্তু, তার পরই ফিরলেন নারিন (৯ বলে ১৭)। বাউন্ডারি লাইনের ধারে অসাধারণ ক্যাচ নেন জাদেজা ৷ ক্যাচ ধরে পড়ে গিয়ে বল ছুড়ে দেন ফ্যাফ ডু’প্লেসিকে।
দীনেশ কার্তিকের নেতৃত্ব নিয়ে ক্রিকেটমহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ৷ পরপর কয়েকটি ম্যাচ হারার পর ‘কার্তিক হঠাও’ স্লোগানও তুলেছিলেন কেকেআর সমর্থকরা ৷ তাই টুর্নামেন্টের বরাবরের ফেভারিট সিএসকের বিরুদ্ধে বুধবারের জয়টা নিঃসন্দেহে তৃপ্তি দেবে ডিকে এবং অবশ্যই কেকেআর মালিক শাহরুখ খানকে ৷
[ad_2]