দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ভারনন ফিল্যান্ডারের ভাইকে গুলি করে হত্যা !

খেলাধুলা

[ad_1]

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ভারনন ফিল্যান্ডারের ভাইকে গুলি করে হত্যা !

Vernon Philander

ভাইয়ের মৃত্যুর খবর ট্যুইটারে নিজেই জানান দাদা ভারনন ফিল্যান্ডার ৷

#কেপটাউন: সাংঘাতিক কাণ্ড ! নিজের বাড়ির কাছেই খুন হলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রাক্তন পেসার ভারনন ফিল্যান্ডারের ছোট ভাই টাইরন ফিল্যান্ডার ৷ স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে ৷

ভাইয়ের মৃত্যুর খবর ট্যুইটারে নিজেই জানান দাদা ভারনন ফিল্যান্ডার ৷ কেপটাউনের রাভেন্সমিডে ফিল্যান্ডারদের বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয় টাইরনকে ৷ ওই সময় তিনি প্রতিবেশিকে জল দিতে বেরিয়েছিলেন বাড়ির বাইরে ৷ তবে এর থেকে বেশি কোনও তথ্যই জানা যায়নি ৷ ভারননরা চার ভাই ৷ সবচেয়ে ছোট ভাই ছিলেন টাইরন ৷

ভারনন ফিল্যান্ডার ট্যুইট করে জানান, ‘‘ আমাদের পরিবার রাভেন্সমিডে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নিষ্ঠুর হত্যাকাণ্ডের শোকের মধ্য দিয়ে যাচ্ছে। সবার কাছে অনুরোধ করবো, এই কঠিন সময়ে পারিবারিক গোপণীয়তার বিষয়টিকে যেন গুরুত্ব দেওয়া হয়।’


ফিল্যান্ডার আরও জানান, ঠিক কী কারণে বা কারা তাঁর ভাইকে হত্যা করেছে, সেটি জানা যায়নি। পুলিশ এখন তদন্তে নেমেছে। তাই তদন্তে যাতে কোনওপ্রকার বাধা না পড়ে, তার জন্য সংবাদমাধ্যমকেও আপাতত দূরে থাকতে বলেন ভারনন ফিল্যান্ডার ৷ তিনি লেখেন, ‘হত্যাকাণ্ডের বিষয়টি এখন পুলিশের তদন্তের আওতার মধ্যে আছে। তাই শ্রদ্ধার সঙ্গেই সংবাদমাধ্যমকে অনুরোধ করছি, তারা যেন তদন্তের স্বার্থে পুলিশকে সেই সুযোগটা দেয়। ঘটনার বিস্তারিত কিছুই জানা যায়নি। ফলে এই মুহূর্তে বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হলে সেটি পরিবারের এই শোকবহুল পরিবেশকে আরও কঠিন করে তুলবে। টাইরন চিরকাল আমাদের হৃদয়ের মাঝে থাকবে। ওর আত্মার শান্তি কামনা করি।’



Published by:
Siddhartha Sarkar


First published:
October 8, 2020, 8:44 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।