[ad_1]
সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি নারিনের অ্যাকশনকে ‘ক্লিন’ ঘোষণা করায় ক্যারিবিয়ান স্পিনার এবং কেকেআর শিবিরের জন্য তা অবশ্যই স্বস্তির খবর ৷
#কলকাতা: রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে রুদ্ধশ্বাস জয়ের পাশাপাশি কেকেআর শিবিরের জন্য আরও একটি ভাল খবর ৷ সেটা হল, সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে আর কোনও সমস্যা নেই ৷ জানিয়ে দিয়েছে সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি ৷ তাঁর নামও সরিয়ে নেওয়া হয়েছে ‘ওয়ার্নিং লিস্ট’ থেকে ৷ তাই এরপর থেকে টুর্নামেন্টে বল করতে আর কোনও সমস্যা থাকবে না নারিনের ৷
কিংস ইলেভেনের বিরুদ্ধে ম্যাচে কেকেআরের জয়ের নায়ক ছিলেন নারিনই ৷ কিন্তু ওই ম্যাচেই তাঁর বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের রিপোর্ট জমা করেন দুই আম্পায়ার ৷ নারিনের বল করার উপর কোনও নিষেধাজ্ঞা প্রয়োগ না করলেও গত দুটি ম্যাচে তাঁকে আর খেলানোর ঝুঁকি নেয়নি কেকেআর টিম ম্যানেজমেন্ট ৷ শেষপর্যন্ত সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি নারিনের অ্যাকশনকে ‘ক্লিন’ ঘোষণা করায় ক্যারিবিয়ান স্পিনার এবং কেকেআর শিবিরের জন্য তা অবশ্যই স্বস্তির খবর ৷
রবিবার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, কেকেআরের পক্ষ থেকে সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটির কাছে নারিনের অ্যাকশন নিয়ে আবেদন জানানো হয়েছিল সরকারি ভাবে নারিনের বোলিং অ্যাকশন খতিয়ে দেখার জন্য ৷ অ্যাকশনের ভিডিও জমা পড়ার পর তাতে দেখা হয় বলা করার সময় নারিনের কনুই ভাঙছে কি না ৷ ভিডিও ফুটেজে সেরকম সন্দেহজনক কিছু পাওয়া যায়নি নারিনের বোলিংয়ে ৷
[ad_2]