বাটলারের ব্যাটেই ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে দাপটে ৭ উইকেটে জয় রাজস্থানের

খেলাধুলা

[ad_1]

CSK vs RR: বাটলারের ব্যাটেই ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে দাপটে ৭ উইকেটে জয় রাজস্থানের

Photo Courtesy: IPLT20.com/BCCI

১০ ম্যাচ খেলে ৭টি-তে হেরে লিগ টেবলে এখন সবার নীচে চেন্নাই সুপার কিংস ৷

চেন্নাই সুপার কিংস: ১২৫/৫ (২০ ওভার)

রাজস্থান রয়্যালস: ১২৬/৩ (১৭.৩ ওভার)

৭ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস


#আবুধাবি: আইপিএলে সাফল্যের বিচারে সবচেয়ে ধারাবাহিক দলের নাম চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু চলতি আইপিএলে শুরুটা ভাল করেও ধীরে ধীরে কেমন যেন ছন্দ হারিয়েছে ধোনির সিএসকে ৷ সোমবার রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে হারের পর অবস্থা এমনই যে প্লে অফে যাওয়ার রাস্তা বেশ কঠিনই দেখাচ্ছে হলুদ ব্রিগেডের ৷ ১০ ম্যাচ খেলে ৭টি-তে হেরে লিগ টেবলে এখন সবার নীচে চেন্নাই সুপার কিংস ৷ তাদের সংগ্রহে মাত্র ৬ পয়েন্ট ৷

আবুধাবিতে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক ধোনি ৷ কিন্তু সিএসকে ব্যাটসম্যানদের কাউকে দেখেই মনে হয়নি, দলের বড় স্কোর খাঁড়া করার জন্য ন্যূনতম চেষ্টাটাও কেউ করছেন ৷ দলের হয়ে এদিন সর্বোচ্চ রান রবীন্দ্র জাদেজার ৷ ৩০ বল খেলে ৩৫ রান করে অপরাজিত থাকেন তিনি ৷ অধিনায়ক ধোনি করেন ২৮ বলে ২৮ রান ৷



১২৬ রানের জয়ের লক্ষ্য তাড়া করে শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। কিন্তু, রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ ও জস বাটলারের জুটি বাধা হয়ে দাঁড়াল চেন্নাইয়ের সামনে। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে দু’জনে কঠিন পরিস্থিতি থেকে ১৫ বল বাকি থাকতেই জিতিয়ে ফিরলেন রাজস্থানকে (১২৬-৩)। ৭ উইকেটে দাপটে জিতল স্মিথের দল। এই ম্যাচ জেতায় ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে এখন কলকাতা নাইট রাইডার্সের ঠিক পরেই লিগ টেবলে পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস ৷

রান তাড়া করতে নেমে এদিন স্টোকস (১৯), উথাপ্পা (৪) এবং স্যামসন (০)-এর উইকেট দ্রুত হারালেও দলের হয়ে কাজের কাজটা একার হাতেই করে দেন বাটলার ৷ ৪৮ বলে ৭০ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷ মেরেছেন ৭টি চার এবং ২টি বিশাল ছক্কা ৷



Published by:
Siddhartha Sarkar


First published:
October 19, 2020, 11:53 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।