#আবুধাবি:শুভমান গিল (১১), অ্যান্দ্রে রাসেল (২), ইয়ন মর্গ্যান (৭), নীতিশ রানা (৩) ৷ কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিংয়ের ভরসা যাঁরা, প্রত্যেকেই আজ, বুধবার চূড়ান্ত ব্যর্থ ৷ তা সত্ত্বেও স্কোরবোর্ডে যে ১৬৭ রান উঠেছে, তার পুরো কৃতিত্বটা একজনকেই দিতে হয় ৷ তিনি রাহুল ত্রিপাঠি ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচেই প্রথম সুযোগ পেয়েছিলেন ৷ মর্গ্যানের সঙ্গে তাঁর মরিয়া লড়াই মনে রেখেছেন প্রত্যেকেই ৷ এদিনও কেকেআর সমর্থকদের নিরাশ করেননি ত্রিপাঠি ৷ ৫১ বলে ৮১ রান করেন তিনি ৷ মেরেছেন ৮টি চার এবং ৩টি ছক্কা ৷ অধিনায়ক কার্তিক করেন ১১ বলে ১২ রান ৷ সিএসকে বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন স্যাম কারান , শার্দুল ঠাকুর এবং কর্ণ শর্মা ৷ ইনিংসের শেষ বলে বরুণ চক্রবর্তী রান আউট হওয়ার সঙ্গে সঙ্গেই নাইটদের ইনিংস গুটিয়ে যায় ১৬৭ রানে ৷
পাওয়ারপ্লে-র ছয় ওভারে এক উইকেট হারিয়ে কলকাতার রান ছিল ৫২। কিন্তু, নীতিশ রানা (১০ বলে ৯) বেশিক্ষণ থাকলেন না। ৭০ রানে পড়ে কেকেআরের দ্বিতীয় উইকেট। ওপেনিং করতে নেমে বারবার ব্যর্থ হওয়ার পর এদিন চার নম্বরে নেমেছিলেন সুনীল নারিন। ১০ ওভারে কলকাতার রান ছিল দুই উইকেটে ৯৩। কিন্তু, তার পরই ফিরলেন নারিন (৯ বলে ১৭)। বাউন্ডারি লাইনের ধারে অসাধারণ ক্যাচ নেন জাদেজা ৷ ক্যাচ ধরে পড়ে গিয়ে বল ছুড়ে দিলেন ফ্যাফ ডু’প্লেসিকে।
দীনেশ কার্তিকের নেতৃত্ব নিয়ে ক্রিকেটমহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ৷ ‘কার্তিক হঠাও’ স্লোগান তুলেছেন কেকেআর সমর্থকরা ৷ তাই সিএসকের বিরুদ্ধে আজকের ম্যাচ অবশ্যই বড় পরীক্ষা নাইট অধিনায়ক কার্তিকের কাছে ৷