[ad_1]
ভারতে বসেই হার্দিককে চিয়ার আপ করছেন নাতাশা। ছেলে অগস্ত্যকে নিয়ে খেলা দেখছেন মন দিয়ে ।
#মুম্বই: ৩০ জুলাই সুখবরটা এসেছিল পান্ডিয়া পরিবারের তরফ থেকে ৷ বাবা হয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী নাতাশা ৷ ইনস্টাগ্রামে ছেলের পুঁচকে হাতের ছবি শেয়ার করে সুখবরটা নিজেই জানিয়েছিলেন হার্দিক ৷ এরপর ছেলের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন তিনি ।
কিন্তু তাঁদের এই সুখের সংসারে হঠাৎই আগমণ হল আইপিএল-এর । ফলে স্ত্রী আর সদ্যোজাত সন্তানকে ছেড়েই পান্ডিয়াকে পাড়ি জমাতে হল আরব দেশে । কারণ এ বছর দুবাইতে হচ্ছে আইপিএল । আর রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন হার্দিক পান্ডিয়া ।
ফলে একটু তো মন খারাপ হবেই । তবে ভারতে বসেই হার্দিককে চিয়ার আপ করছেন নাতাশা। ছেলে অগস্ত্যকে নিয়ে খেলা দেখছেন মন দিয়ে । শেয়ারও করছেন সেই ছবি । সম্প্রতি অবশ্য নাতাশা শেয়ার করেছিলেন তাঁর আর হার্দিকের মিষ্টি, রোম্যান্টিক একটা ছবি । হার্দিককে পিছন দিক থেকে জড়িয়ে রয়েছেন তিনি । আর সেই ছবিতেই কমেন্ট করেছেন নাতাশার প্রাক্তন বয়ফ্রেন্ড অভিনেতা অলি গেনি । একটি লভ ইমোজি দেন তিনি।
চলতি বছরের ১ জানুয়ারি সারবিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের সঙ্গে বাগদান করেন হার্দিক ৷ বছরের শুরুতেই দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে নাতাশার সামনে হাঁটু গেড়ে বসে, রিয়েল প্রেমিকের মতো নাতাশার হাতে আংটি পরিয়ে দেন পান্ডিয়া ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছিল ৷ তার ঠিক ৫ মাস পর একইসঙ্গে নিজের বিয়ে ও বাবা হওয়ার খবর দিয়েছিলেন পান্ডিয়া।
[ad_2]