[ad_1]
Photo-File
নজফগড়ের নবাবের আজ জন্মদিন, ক্রিকেটের পাশাপাশি রসিক জোকস শেয়ারেও তিনি একইরকম দক্ষ৷
#নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ওপেনার তিনি। ওয়ান ডে কিংবা টেস্ট, তাঁর অনবদ্য পারফরম্যান্স আজও ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে সমান ভাবে উজ্জ্বল। কারণ তিনি বীরেন্দ্র সেহওয়াগ। আজ ৪২ বছরে পা দিলেন তিনি। রাজকীয় ছন্দে ইনিংস খেলাটা তাঁর অভ্যাস ছিল এক সময়ে। ২২ গজ থেকে অবসরও নিয়েছেন তিনি অনেক দিন হল। কিন্তু তাতে কী হয়েছে? ট্যুইটের ২২ গজে তিনি সেই অতি পরিচিত সেহওয়াগ। যাঁর শব্দবাণে বিপক্ষের দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। আর দর্শকরা শুধুই মুগ্ধ হন। লকডাউনেও ট্যুইটে ভারতবাসীর মন জয় করে চলেছেন তিনি। কবিতা, ছন্দ, হিউমারে ভরা তাঁর ট্যুইট তালিকায় সচিন তেন্ডুলকর থেকে রাহুল তেওয়াটিয়া- রয়েছেন সবাই। জন্মদিনে আসুন দেখে নেওয়া যাক সেহওয়াগের কিছু মজার ট্যুইট।
এপ্রিল মাসে রামায়ণের ছবি পোস্ট করে সেহওয়াগ জানান, অঙ্গদ না কি তাঁর ব্যাটিং ইনস্পিরেশন। কিন্তু কেন এমন বললেন, জানতে হলে দেখুন এউ আক্রমণাত্মক ওপেনারের ট্যুইট।
So here is where i took my batting inspiration from 🙂
Pair hilana mushkil hi nahi , namumkin hai . #Angad ji Rocks pic.twitter.com/iUBrDyRQUF
— Virender Sehwag (@virendersehwag) April 12, 2020
তেওটিয়ার একটি ক্যাচ নিয়ে বেশ প্রশংসা করেন সেহওয়াগ। বলেন তেওটিয়ার যা ভালো সময় চলছে, তাতে কোভিড ভ্যাকসিনও বানিয়ে দিতে পারেন তেওটিয়া।
Tewatia kuchh bhi kar sakte hain.
Agar Covid vaccine banane ka ek mauka mil gaya, toh jaisa unka time chal raha hai , lagta hai bana denge. What a season for him. #RRvRCB pic.twitter.com/WYY5mojrKC— Virender Sehwag (@virendersehwag) October 17, 2020
দিনকয়েক আগে তেওটিয়াকে নিয়ে আবারও ট্যুইটে লেখেন সেহওয়াগ। বলেন তেওটিয়া এক ক্রান্তি হ্যায়।
Tewatia ek Kranti hai, Bowleron ki shaanti hai. Tewatia ek Baan hai, Rajasthan ke liye Tewatia hi Praan hai.
All hail Lord Tewatia!What a win this. Unbelievable fightback by young Riyan Parag and Tewatia. Great win for Rajasthan. #RRvSRH pic.twitter.com/wlis4zuD5Z
— Virender Sehwag (@virendersehwag) October 11, 2020
ডন ব্র্যাডম্যানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে তিনি শাহরুখ খান অর্থাৎ ডন, ব্রেড অর্থাৎ রুটি ও মানুষের (man) ছবি মিলিয়ে পোস্ট করেন।
Pic 1- Don
Pic 2- Bread
Pic 3- Man
Hpy Birthday Don Bradman, the greatest that could ever have been#BradmanJayanti pic.twitter.com/guETL76xiW— Virender Sehwag (@virendersehwag) August 27, 2016
ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে ন্যাশনাল হেলিকপ্টার ডে ঘোষণা করে শুভেচ্ছা জানান সেহওয়াগ।
Happy Birthday @msdhoni .
May you keep doing Anhoni ko Honi.#NationalHelicopterDay pic.twitter.com/PGHp9M6gNT— Virender Sehwag (@virendersehwag) July 7, 2016
জাহির খানকে নিয়েও কবিতার ছলে ট্যুইট করেন সেহওয়াগ। জন্মদিন বেশি করে ক্ষীর খাওয়ার পরামর্শ দেন তিনি। জাহিরের নাম দেন জাকেশ্বর বাবা।
Happy Birthday Zakeshwar Baba.
The man who has the best advice and interesting gyaan on everything.
Khaao Mast Kheer,because it is janamdin of Zaheer. pic.twitter.com/RG4R6KnKgI— Virender Sehwag (@virendersehwag) October 7, 2020
আরতি আহলওয়াতকে বিয়ে করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। বিবাহিত জীবনের অভিজ্ঞতা নিয়েও নিজের ঝুলি থেকে নানা জ্ঞান দিয়েছেন এই ভারতীয় ওপেনার।
With wife be like u r at non-striker end.Let her do the talking & run when you need to #mybestpartner#ViruKaGyaan pic.twitter.com/x8R2qZN7dF
— Virender Sehwag (@virendersehwag) September 2, 2016
Husband condition is like Split AC. How much ever noise outside , inside the house cool,silent and remote controlled.
Shaant,shushil pati. pic.twitter.com/f80oWkaQSz— Virender Sehwag (@virendersehwag) April 14, 2017
এক বার রবিচন্দ্রন অশ্বিনের ম্যান অফ দ্য সিরিজ হওয়া নিয়ে ট্যুইট করেছিলেন সেওয়াগ। যা পড়লে আপনি হাসতে বাধ্য।
Congrats @ashwinravi99 for an incredible 7th Man of the series.
Only a married man can understand d urgency of going home early.#FamilyTime— Virender Sehwag (@virendersehwag) October 11, 2016
সুযোগ পেলে এক ইঞ্চিও জায়গা ছাড়েন না সেহওয়াগ। তা সামনে যতই ক্রিকেট-ঈশ্বর থাকুন না কেন! একবার সচিন তেন্ডুলকরের একটি ট্যুইট নিয়ে তাঁকে খোঁচা দেন সেহওয়াগ। পরোক্ষ ভাবে Jio-র প্রসঙ্গ তুলে ট্যুইট করেছিলেন তিনি।
🙏 Aashirwad me bhi God ji , apni IPL team ke Maalik ke brand ka zikr karna nahi bhoolte.
Sahi me, Duniya hila dete hain aap God ji https://t.co/RA5eSbOpX7— Virender Sehwag (@virendersehwag) October 5, 2016
বিরাট কোহলির ব্যাটিং নিয়েও ভূয়সী প্রশংসা করেন তিনি। একবার হোলি, হজমি গোলি ও কোহলিকে ছন্দে ব্যবহার করে ট্যুইট করেছিলেন তিনি।
Haazme ki goli, Rangon ki holi,
Aur batting me kohli
Poore India ko pasand hain— Virender Sehwag (@virendersehwag) October 16, 2016
এক বার কেভিন পিটারসেনের জন্মদিনে ট্যুইট করে সেহওয়াগ লিখেছিলেন KP to CP। যা নিয়ে বেশ ট্যুইট-রিট্যুইট শুরু হয়েছিল।
A very happy birthday @KP24.
When we used to play for Delhi,I always thought,
This KP will send the ball to CP 😃 pic.twitter.com/hRJWoUPiDW— Virender Sehwag (@virendersehwag) June 27, 2016
এক বার পার্থিভ পটেলকে গ্লাভস নিয়ে ব্যঙ্গ করেন। একটি গ্লাভস আকৃতির রুটির ছবি পোস্ট করে তিনি লেখেন পার্থিভ ভাই উইকেট কিপিংয়ের গ্লাভস আছে না কি পাঠাবেন তিনি!
Nikke @parthiv9 , Bhai wicket keeping gloves hain wahaan ya bhejoon ! https://t.co/qJe34WlEqh
— Virender Sehwag (@virendersehwag) January 10, 2018
তবে শুধু ক্রিকেট নিয়ে নয়, সমকালীন নানা ঘটনা নিয়ে তাঁর ট্যুইট সোশাল প্ল্যাটফর্মে রীতিমতো সাড়া ফেলে দেয়। একবার বাপ্পি লাহিড়ি ও মাইকেল ফেল্পসের সোনা নিয়ে মজার ট্যুইট করেছিলেন। লিখেছিলেন #GoldKiBarsaat। সোনার মামলায় বাপ্পি লাহিড়িকে একমাত্র মাইকেল ফেল্পসই হারাতে পারেন।
Michael Phelps only man likely to beat Bappi Lahiri.#GoldKiBarsaat
— Virender Sehwag (@virendersehwag) August 10, 2016
সে বার উসেইন বোল্টকে নিয়ে ট্যুইট করেছিলেন সেহওয়াগ। বলেছিলেন বোল্ট গাড়ি ছাড়া এমনি দৌড় দিয়েই F1 রেস জিতে নিতে পারেন।
Congrats,but this is not fair Bolt Ji,you should be in F1 race without a Car & I think u will still win with ur feet https://t.co/72oX3sBwKi
— Virender Sehwag (@virendersehwag) August 15, 2016
এক বার সেরেনা উইলিয়ামসের খেতাব জয় নিয়ে সেহওয়াগ ট্যুইট করেছিলেন। সেরেনার নাম দিয়েই শব্দের দারুণ খেলা খেলেছিলেন তিনি। লিখেছিলেন- SereNa can’t say Na!
Her name is SereNa and she never says 'Na' to winning titles. #AbTohAadatSiHai saare Titles jeetne ki. #SerenaWilliams#Wimbledon2016
— Virender Sehwag (@virendersehwag) July 9, 2016
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। ১০৪ টেস্টে তাঁর সংগ্রহ ৮,৫৮৬ রান। অ্যাভারেজ ৪৯.৩৪ ও স্ট্রাইক রেট ৮২.২৩। এর মধ্যে রয়েছে ২৩টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি। সত্যি কথা বলতে গেলে টেস্ট ক্রিকেটে ওপেনিং ফরম্যাটের খোলনলচেই বদলে দেন সেহওয়াগ। দুটি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে এই আক্রমণাত্মক ব্যাটসম্যানের ঝুলিতে।
Keywords:
[ad_2]