৪২-এ পা, জন্মদিনে উঁকি মারুন বীরেন্দ্র সেহওয়াগের ট্যুইট-ঝুলিতে, ষোল আনা মজা

খেলাধুলা

[ad_1]

৪২-এ পা, জন্মদিনে উঁকি মারুন বীরেন্দ্র সেহওয়াগের ট্যুইট-ঝুলিতে, ষোল আনা মজা পাবেনই!

Photo-File

নজফগড়ের নবাবের আজ জন্মদিন, ক্রিকেটের পাশাপাশি রসিক জোকস শেয়ারেও তিনি একইরকম দক্ষ৷

#নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ওপেনার তিনি। ওয়ান ডে কিংবা টেস্ট, তাঁর অনবদ্য পারফরম্যান্স আজও ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে সমান ভাবে উজ্জ্বল। কারণ তিনি বীরেন্দ্র সেহওয়াগ। আজ ৪২ বছরে পা দিলেন তিনি। রাজকীয় ছন্দে ইনিংস খেলাটা তাঁর অভ্যাস ছিল এক সময়ে। ২২ গজ থেকে অবসরও নিয়েছেন তিনি অনেক দিন হল। কিন্তু তাতে কী হয়েছে? ট্যুইটের ২২ গজে তিনি সেই অতি পরিচিত সেহওয়াগ। যাঁর শব্দবাণে বিপক্ষের দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। আর দর্শকরা শুধুই মুগ্ধ হন। লকডাউনেও ট্যুইটে ভারতবাসীর মন জয় করে চলেছেন তিনি। কবিতা, ছন্দ, হিউমারে ভরা তাঁর ট্যুইট তালিকায় সচিন তেন্ডুলকর থেকে রাহুল তেওয়াটিয়া- রয়েছেন সবাই। জন্মদিনে আসুন দেখে নেওয়া যাক সেহওয়াগের কিছু মজার ট্যুইট।

এপ্রিল মাসে রামায়ণের ছবি পোস্ট করে সেহওয়াগ জানান, অঙ্গদ না কি তাঁর ব্যাটিং ইনস্পিরেশন। কিন্তু কেন এমন বললেন, জানতে হলে দেখুন এউ আক্রমণাত্মক ওপেনারের ট্যুইট।


তেওটিয়ার একটি ক্যাচ নিয়ে বেশ প্রশংসা করেন সেহওয়াগ। বলেন তেওটিয়ার যা ভালো সময় চলছে, তাতে কোভিড ভ্যাকসিনও বানিয়ে দিতে পারেন তেওটিয়া।



দিনকয়েক আগে তেওটিয়াকে নিয়ে আবারও ট্যুইটে লেখেন সেহওয়াগ। বলেন তেওটিয়া এক ক্রান্তি হ্যায়।

ডন ব্র্যাডম্যানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে তিনি শাহরুখ খান অর্থাৎ ডন, ব্রেড অর্থাৎ রুটি ও মানুষের (man) ছবি মিলিয়ে পোস্ট করেন।

ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে ন্যাশনাল হেলিকপ্টার ডে ঘোষণা করে শুভেচ্ছা জানান সেহওয়াগ।

জাহির খানকে নিয়েও কবিতার ছলে ট্যুইট করেন সেহওয়াগ। জন্মদিন বেশি করে ক্ষীর খাওয়ার পরামর্শ দেন তিনি। জাহিরের নাম দেন জাকেশ্বর বাবা।

আরতি আহলওয়াতকে বিয়ে করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। বিবাহিত জীবনের অভিজ্ঞতা নিয়েও নিজের ঝুলি থেকে নানা জ্ঞান দিয়েছেন এই ভারতীয় ওপেনার।

এক বার রবিচন্দ্রন অশ্বিনের ম্যান অফ দ্য সিরিজ হওয়া নিয়ে ট্যুইট করেছিলেন সেওয়াগ। যা পড়লে আপনি হাসতে বাধ্য।

সুযোগ পেলে এক ইঞ্চিও জায়গা ছাড়েন না সেহওয়াগ। তা সামনে যতই ক্রিকেট-ঈশ্বর থাকুন না কেন! একবার সচিন তেন্ডুলকরের একটি ট্যুইট নিয়ে তাঁকে খোঁচা দেন সেহওয়াগ। পরোক্ষ ভাবে Jio-র প্রসঙ্গ তুলে ট্যুইট করেছিলেন তিনি।

বিরাট কোহলির ব্যাটিং নিয়েও ভূয়সী প্রশংসা করেন তিনি। একবার হোলি, হজমি গোলি ও কোহলিকে ছন্দে ব্যবহার করে ট্যুইট করেছিলেন তিনি।

এক বার কেভিন পিটারসেনের জন্মদিনে ট্যুইট করে সেহওয়াগ লিখেছিলেন KP to CP। যা নিয়ে বেশ ট্যুইট-রিট্যুইট শুরু হয়েছিল।

এক বার পার্থিভ পটেলকে গ্লাভস নিয়ে ব্যঙ্গ করেন। একটি গ্লাভস আকৃতির রুটির ছবি পোস্ট করে তিনি লেখেন পার্থিভ ভাই উইকেট কিপিংয়ের গ্লাভস আছে না কি পাঠাবেন তিনি!

তবে শুধু ক্রিকেট নিয়ে নয়, সমকালীন নানা ঘটনা নিয়ে তাঁর ট্যুইট সোশাল প্ল্যাটফর্মে রীতিমতো সাড়া ফেলে দেয়। একবার বাপ্পি লাহিড়ি ও মাইকেল ফেল্পসের সোনা নিয়ে মজার ট্যুইট করেছিলেন। লিখেছিলেন #GoldKiBarsaat। সোনার মামলায় বাপ্পি লাহিড়িকে একমাত্র মাইকেল ফেল্পসই হারাতে পারেন।

সে বার উসেইন বোল্টকে নিয়ে ট্যুইট করেছিলেন সেহওয়াগ। বলেছিলেন বোল্ট গাড়ি ছাড়া এমনি দৌড় দিয়েই F1 রেস জিতে নিতে পারেন।

এক বার সেরেনা উইলিয়ামসের খেতাব জয় নিয়ে সেহওয়াগ ট্যুইট করেছিলেন। সেরেনার নাম দিয়েই শব্দের দারুণ খেলা খেলেছিলেন তিনি। লিখেছিলেন- SereNa can’t say Na!

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। ১০৪ টেস্টে তাঁর সংগ্রহ ৮,৫৮৬ রান। অ্যাভারেজ ৪৯.৩৪ ও স্ট্রাইক রেট ৮২.২৩। এর মধ্যে রয়েছে ২৩টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি। সত্যি কথা বলতে গেলে টেস্ট ক্রিকেটে ওপেনিং ফরম্যাটের খোলনলচেই বদলে দেন সেহওয়াগ। দুটি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে এই আক্রমণাত্মক ব্যাটসম্যানের ঝুলিতে।

Keywords:


Published by:
Debalina Datta


First published:
October 20, 2020, 2:53 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।