[ad_1]
Photo-IPL/Twitter
এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক এম এস ধোনি৷
#দুবাই: পর পর দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল এম এস ধোনির চেন্নাই সুপার কিংগস৷ হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবলে বেশ কিছুটা উপরে উঠে এল তারা। ২১ রানে জয়ী হল মহেন্দ্র সিং ধোনির দল৷
এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক এম এস ধোনি৷ ওয়াটসন-ডুপ্লেসি জুটির বদলে শুরুতেই চমক দেয় চেন্নাই৷ ডুপ্লেসির সঙ্গে ওপেন করতে আসেন স্যাম কুরান৷ তিনি ২১ বলে ৩১ করলেও রান পাননি ডুপ্লেসি৷ তবে ওয়াটসন (৪২) ও অম্বাতি রায়ডু(৪১) মিলে চেন্নাই ইনিংসকে এগিয়ে নিয়ে যান৷ শেষ দিকে অধিনায়ক ধোনির ১৩ বলে ২১ ও জাডেজার অপরাজিত ১০ বলে ২৫ রানের সৌজন্যে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ তোলে চেন্নাই৷জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানে থামে হায়দরাবাদ৷
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হায়দরাবাদ৷ ব্যাট হাতে রান পাওয়ার পর বল হাতেও সফল হন কুরান৷ হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে শুরুতেই ফেরান তিনি৷ তিন নম্বরে নামা মণীশ পান্ডে এর পর পরই রান আউট হয়ে ফিরে যান৷ জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাডেজা৷ এই ধাক্কা কাটিয়ে হায়দরাবাদ আর ঘুরে দাঁড়াতে পারেনি৷ তবে কেন উইলিয়ামসন একা কিছুটা চেষ্টা করেছিলেন৷ কিন্তু ৩৯ বলে ৫৭ রান করে তিনি ফিরে যেতেই হায়দরাবাদের যাবতীয় আশা শেষ হয়ে যায়৷ রাজস্থানের পর চেন্নাইয়ের কাছেও হারের মুখ দেখতে হল ডেভিড ওয়ার্নারের দলকে৷
[ad_2]