[ad_1]
শিখর ধাওয়ানের অনবদ্য শতরান৷ Photo-IPL/Twitter
ব্যাট করতে নেমে শুরুটা খুব ভাল হয়নি দিল্লির৷ দ্রুত ফিরে যান ওপেনার পৃথ্বী শাহ এবং তিন নম্বরে নামা অজিঙ্কা রাহানে৷ কিন্তু উল্টো দিকে কী ঘটছে তা তোয়াক্কা না করেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন শিখর ধাওয়ান৷
#শারজা: শিখর ধাওয়ানের অনবদ্য শতরান৷ শেষ ওভারে অক্ষর পটেলের দুর্দান্ত ব্যাটিং৷ যার সৌজন্যে চেন্নাইকে হারিয়ে শেষ চারে যাওয়া একরকম নিশ্চিত করে ফেলল দিল্লি ক্যাপিটালস৷ ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে কার্যত একাই চেন্নাইকে হারিয়ে দিলেন শিখর ধাওয়ান৷ ওপেন করতে নেমে মাত্র ৫৭ বলে শতরান পূর্ণ করেন দিল্লির এই বাঁহাতি ব্যাটসম্যান৷
প্রথমে ব্যাট করে এ দিন ৪ উইকেটে ১৭৯ তুলেছিল চেন্নাই৷ রান তাড়া করতে গিয়ে শিখর ধাওয়ানের শতরান সত্ত্বেও শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান প্রয়োজন ছিল দিল্লির৷ কিন্তু রবীন্দ্র জাদেজার বলে পর পর ছক্কা মেরে দলকে জয় এনে দেন অক্ষর পটেল৷ মাত্র ৫ বলে ২১ রান করেন তিনি৷ ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি৷ ৫৮ বলে ১০১ রান করে নট আউট থাকেন ধাওয়ান৷
টসে জিতে এ দিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক এম এস ধোনি৷ শুরুতে স্যাম কুরানকে হারিয়ে ধাক্কা খায় সিএসকে৷ যদিও ফাফ ডুপ্লেসি (৫৮), শেন ওয়াটসন(৩৬) এবং অম্বাতি রায়ডুর (৪৫) রানের ইনিংসের সৌজন্যে ঘুরে দাঁড়ায় তারা৷ তবে শেষ দিকে রবীন্দ্র জাদেজা মাত্র ১৩ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের স্কোরকে ১৭৯-তে নিয়ে যান৷ তবে এ দিনও ব্যাটে রান পাননি এম এস ধোনি৷
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভাল হয়নি দিল্লির৷ দ্রুত ফিরে যান ওপেনার পৃথ্বী শাহ এবং তিন নম্বরে নামা অজিঙ্কা রাহানে৷ কিন্তু উল্টো দিকে কী ঘটছে তা তোয়াক্কা না করেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন শিখর ধাওয়ান৷ চেন্নাইয়ের কোনও বোলারকেই রেয়াত করেননি ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’৷ তবে রবীন্দ্র জাদেজার বলে তাঁর ক্যাচ মিস করেন শার্দুল ঠাকুর৷
এ দিন চেন্নাই দলে ফের সুযোগ দেওয়া হয় কেদার যাদবকে৷ যা নিয়ে ট্যুইটারে রীতিমতো ট্রোল করতে শুরু করেন চেন্নাই সমর্থকরা৷ এই ম্যাচে হেরে শেষ চারে যাওয়ার রাস্তা আরও কঠিন হয়ে গেল চেন্নাই সুপার কিংসের সামনে৷ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৬ নম্বরে রইল তারা৷
[ad_2]