DC vs MI: অপ্রতিরোধ্য মুম্বই! দিল্লিকে হারিয়ে লিগ শীর্ষে রোহিতরা

খেলাধুলা

[ad_1]

DC vs MI: অপ্রতিরোধ্য মুম্বই! দিল্লিকে হারিয়ে লিগ শীর্ষে রোহিতরা

এই ম্যাচে জেতার ফলে ১০ পয়েন্টে পৌঁছনোর পাশাপাশি ফের একবার লিগ শীর্ষে পৌঁছে গেল মুম্বই।

লিগ টেবিলের এক এবং দু নম্বরে থাকা দলের মধ্যে লড়াই ছিল। শেষ পর্যন্ত দিল্লিকে হারিয়ে তাদের ছুঁয়ে ফেলল মুম্বই। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। যদিও নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রানের বেশ তুলতে পারেনি তারা। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন শিখর ধাওয়ান(৬২)। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক রোহিত শর্মাকে হারালেও কুইন্টন ডি কক(৫৩) এবং সূর্যকুমার যাদবের(৫৩) দায়িত্বশীল ইনিংসের সৌজন্যে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। পাঁচ উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল। এই ম্যাচে জেতার ফলে ১০ পয়েন্টে পৌঁছনোর পাশাপাশি ফের একবার লিগ শীর্ষে পৌঁছে গেল মুম্বই। দিল্লির মতো তাদেরও ১০ পয়েন্ট হলেও রান রেটের বিচারে এগিয়ে মুম্বই। বল হাতেও এদিন দিল্লির ব্যাটসম্যানদের আগাগোড়া চাপে রাখেন বুমরা, ক্রণাল পান্ডিয়ারা। মুম্বইয়ের হয়ে বল হাতে সবথেকে সফল ক্রণাল। ৪ ওভারে ২৬ রান দিয়ে দু’ উইকেট তুলে নেন তিনি। তবে ঋষভ পন্থের চোট লাগায় বড় ধাক্কা খায় দিল্লি। ফর্মে থাকা উইকেটকিপার ব্যাটসম্যানের বদলে এদিন আলেক্স ক্যারিকে খেলাতে বাধ্য হয় দিল্লি। অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যানকে জায়গা করে দিতে গিয়ে বসাতে হয় আগের ম্যাচে বড় রান পাওয়া নিকোলাস পুরানকে। প্রথম এগারোয় আসেন অজিঙ্কা রাহানে। যদিও রাহানে এবং ক্যারি দু’ জনেই এদিন ব্যর্থ হন। দিল্লির চিন্তা বাড়িয়ে প্রায় এক সপ্তাহ বাইরে থাকতে হতে পারে ঋষভ পন্থকে। ম্যাচের সেরা হন মুম্বইয়ের কুইন্টন ডি কক।



Published by:
Uddalak Bhattacharya


First published:
October 11, 2020, 11:35 PM IST

পুরো খবর পড়ুন

[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।