[ad_1]
Photo Courtesy- IPL/Twitter
সৌরভের পরামর্শেই রিকি পন্টিং মেন্টর, আর তাতেই কি জ্বলে দিল্লির তরুণ তুর্কিরা৷
#দুবাই: দিল্লির ৫ ম্যাচের ৪ টিতে জয় আর একটিতে হার পয়েন্ট ৮ অন্যদিকে রাজস্থানের ৫ ম্যাচের ২ টি জয় ৩ টি হার নিয়ে ৪ পয়েন্ট এই অবস্থা থেকে শুক্রবারের ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ও রাজস্থান৷ আর দিনের শেষে কোনও পরিবর্তন হল না৷ বরং আইপিএল লিগ টেবলের ২ নম্বর থেকে এক নম্বরে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটাল্স৷ এদিন রাজস্থান রয়্যালসকে৪৬ রানে হারিয়ে ৬ ম্যাচের ৫টি তে জয় পেল দিল্লি৷
এই মরশুমে দারুণ ফর্মে রয়েছে দিল্লি৷ দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছোঁওয়া এই মরশুমে দলে নেই, কিন্তু গত মরশুমে যে দলের মেন্টর ছিলেন এবার বিসিসিআই প্রেসিডেন্ট দায়িত্বে থাকায় তিনি একেবারেই দলের সঙ্গে নেই৷ কিন্তু তিনিই সেই ব্যক্তি যিনি তারুণ্যে ভরা প্রতিভাদের অভিজ্ঞ রিকি পন্টিং-র হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের নেপথ্য কারিগর৷
পান্টারের বুদ্ধির ছাপে নিজেদের স্কিল ঝকঝকে করে নিচ্ছে দিল্লি ৷ লড়াই না হারার আগে কোনও ভাবেই লড়াই ছাড়বে না তারা এটাই এখন তাদের মানসিকতা৷ এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠায় স্মিথের রাজস্থান৷ এদিন বল হাতে আগুন ঝরাচ্ছিলেন জোফ্রা আর্চার৷ ফর্মে থাকা পৃথ্বী শ -কে মাত্র ১৯ রানে বাড়ি পাঠিয়ে দেন তিনি৷ এদিনও ফর্ম খুঁজে পেলেন না শিখর ধাওয়ান৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৮ বলে ২২ রান করে ফেরত চলে যান৷
এদিন রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন৷
WATCH – How Archer setup Shaw.
Bowls a bouncer, gets pulled for a boundary. Bowls a bouncer again – Prithvi Shaw is out. Brilliant bowling from @JofraArcher.https://t.co/TlTq2R1XHF #Dream11IPL #RRvDC
— IndianPremierLeague (@IPL) October 9, 2020
তবে দিল্লিকে কিছুটা ভদ্রস্থ রানে ফেরান ৩০ বলে ৩৯ রান করেন স্টোয়ানিস এবং ২৪ বলে ৪৫ রানের ঝো়ড়ো ইনিংস খেলেন হেটমেয়ার৷ সকলের অবদানে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান করে দিল্লি৷
এদিকে রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল ৩৬ বলে ৩৪ রান, জস বাটলার ১৩ এবং ১৭ বলে ২৪ করেন স্মিথ ৷ দু অঙ্কের ঘরে রান করতে পারছিলেন না কেউই৷ দারুণ ম্যাচ জিতে দেওয়া দুরন্ত ব্যাটসম্যান তেওটিওয়ায় এদিন ফ্লপ৷ দু অঙ্কের ঘরে রান করলেও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না৷
BIG WICKET!
Anrich Nortje strikes and the #RR Captain departs for 24 runs. Another great catch, this time it is Hetmyer in the deep.
Live – https://t.co/ABKr75XbOl #Dream11IPL pic.twitter.com/n7KEFAWmj1
— IndianPremierLeague (@IPL) October 9, 2020
এদিন রাবাদা সেভাবে জ্বলে উঠতে না পারলেও, রাবাদা, স্টোয়ানিস এবং অশ্বিন ২ টি করে উইকেট নেন৷, নোর্ৎজে, অক্ষর প্যাটেল ১ টি করে উইকেট পান৷
[ad_2]