KKR vs KXIP: রুদ্ধশ্বাস ম্যাচ, শেষ ওভারে পট পরিবর্তন, ২ রানে ম্যাচ জিতল কেকেআর

খেলাধুলা

[ad_1]

KKR vs KXIP:  রুদ্ধশ্বাস ম্যাচ, শেষ ওভারে পট পরিবর্তন, ২ রানে ম্যাচ জিতল কেকেআর

Photo Courtesy- IPL/Twitter

কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের লড়াই বনাম কিংসের কেএল রাহুলের লড়াই

#আবুধাবি: ৬ ম্যাচের মাত্র ১ টি তে জয় দিয়ে আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে নেমেছিল কিংস ইলেভেন পঞ্জাব৷ এই ম্যাচে সমস্ত বিভাগেই দারুণ পারফেক্ট পারফরম্যান্স করল তারা৷ কিন্তু এদিন শাহরুখের কেকেআর যেন বাজিগর । শেষ ওভারে সুনীল নারিন একাই কামাল করে দিলেন ৬ বলে ১৪ রান দরকার থাকলেও কাজের কাজ করতে পারল না কিংস৷

কলকাতার মুখ থুবড়ে পড়া ইনিংসে আজ একটাই উজ্জ্বল পয়েন্ট অধিনায়ক দীনেশ কার্তিকের ফর্মে ফেরা৷ আর শেষ ওভারে কামাল করলেন নারিন৷ তিনি একাই কার্যত জেতা ম্যাচ ছিনিয়ে নিলেন কিংসের সামনে থেকে৷ ২ রানে ম্যাচ জিতল কেকেআর৷

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল কেকেআর৷ কিন্তু শুরুটা মোটেই ভালো হয়নি৷ ওপেনার রাহুল ত্রিপাঠিকে মাত্র পাঁচ রানেই বোল্ড করে দেন মহম্মদ শামি৷ তবে ফর্মে থাকা শুভমান গিল এদিনও নিজের ব্যাটের ধার বজায় রাখেন৷ এদিন কেকেআর ইনিংসে তিনটি রান আউট৷ ত্রিপাঠির পরপরই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান নীতিশ রানা৷


এরপর ইয়ন মর্গ্যানের সঙ্গে শুভমানের জুটিতে একটা লড়াই চলছিল, কিন্তু ব্যাট হাতে মর্গ্যানকে স্বচ্ছন্দ দেখাচ্ছিল না৷ ২৩ বলে ২৪ রান করে রবি বিষ্ণোইর শিকার তিনি৷ এরপর নামেন কেকেআর অধিনায়ক কার্তিক৷ একাধিক সমালোচনা, অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার চাপ, নিজের ফর্মহীণতা সবকিছু দূরে সরিয়ে এদিন পাওয়া গেল পুরনো দীনেশ কার্তিককে৷ নিজের ক্লাসিক শট খেললেন তিনি৷ মাত্র ২৯ বলে ৫৮ রান করেন নাইট অধিনায়ক৷ দীনেশের এদিনের ইনিংসে রয়েছে ৮ টি চার ও ২টি ছয়৷

অন্যদিকে তরুণ শুভমান নিজের ধারাবাহিকতা বজায় রেখে ৪৭ বলে ৫৭ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৫ টি চার দিয়ে৷ একসময় কেকেআর কত রান খাড়া করবে যখন মনে হচ্ছিল তখন এই তরুণ ও অভিজ্ঞ জুটি কলকাতার স্কোর একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যায়৷ এদিনও ফ্লপ ব্লাস্টার আন্দ্রে রাসেল৷ মাত্র ৫ রানে প্যাকআপ তিনি৷

এদিন ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে কলকাতা নাইট রাইডার্স৷

এদিকে প্লেয়াররা সকলে ধামাকা পারফরম্যান্স করলেও দুর্ভাগ্য পিছু করছিল কিংস ইলেভেন পঞ্জাবের৷ এদিনও সেই শাপমোচন হল না৷ কেএল রাহুল ও ময়ঙ্ক আগরওয়াল শুরুটা খুব ভালো করেন৷ প্রথম উইকেট পড়ে ১১৫ রানে৷ ৬ বোলার ঘুরিয়ে ফিরিয়ে বল করেও কোনও সুরাহা করতে পারেননি৷

এদিন ৩৯ বলে ৫৬ রান করে আউট হন ময়ঙ্ক৷ কেএল রাহুল এদিনও ছিলেন ছন্দে৷ নিকোলাস পুরানকে ১৬ রানে আউট করে দেন সুনীল নারিন৷ অধিনায়ক কেএল রাহুল এদিন চমৎকার ছন্দে থাকলেও ৫৮ বলে ৭৪ রান করে আউট হন তিনি৷ এরপরে হঠাৎ করেই পরপর উইকেট হারিয়ে ফেলে শেষ ওভারে চাপে পড়ে যায় কিংস ইলেভেন পঞ্জাব৷

এদিন চার ওভারে প্রসীদ কৃষ্ণা ৩ উইকেট নেন অন্যদিকে গেমচেঞ্জার সুনীল নারিন ৪ ওভারে ২ উইকেট নেন৷ কিন্তু সেটাই এদিন হারতে থাকা কেকেআরকে ম্যাচ জিতিয়ে দেয়৷ লিগ টেবলের তিন নম্বরে উঠে এল কেকেআর৷



Published by:
Debalina Datta


First published:
October 10, 2020, 8:09 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।