[ad_1]
ম্যাচের নায়ক ফার্গুসন{
টসে জিতে এ দিন কেকেআর-কে ব্যাট করতে পাঠান সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷ কলকাতার হয়ে শুরুটা ভালই করেছিলেন শুভমন গিল এবং রাহুল ত্রিপাঠী৷
#আবুধাবি: সুপার ওভারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শেষ চারের দিকে আরও একধাপ এগিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স৷ বলা ভাল, হায়দরাবাদকে একাই হারিয়ে দিলেন লকি ফার্গুসন৷ আইপিএল-এ প্রথমবার সুযোগ পেয়েই বল হাতে জ্বলে উঠলেন এই কিউই তারকা৷ প্রথমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট তুলে নেন তিনি৷ এর পর সুপার ওভারে প্রথম তিন বলেই ওয়ার্নার এবং সামাদকে ফিরিয়ে হায়দরাবাদের আশা শেষ করে দেন তিনি৷ এর পাশাপাশি দুরন্ত ফিল্ডিংও করেন তিনি৷
এ দিন প্রথমে ২০ ওভারে কলকাতা তুলেছিল ৫ উইকেট হারিয়ে ১৬৩৷ ৬ উইকেট হারিয়ে সেই রানই তোলে হায়দরাবাদ৷ সুপার ওভারে মাত্র ২ রান তোলে হায়দরাবাদ৷ ফলে কলকাতার লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩ রান৷ সহজেই সেই রান তুলে ফেলে কার্তিক- মরগ্যান জুটি৷
শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান৷ কিন্তু কেকেআর অধিনায়ক মরগ্যান বল করতে ডাকেন আন্দ্র রাসেলকে৷ শেষ রাসেলের ওভারে ১৮ রান তুলে ফেলেন ডেভিড ওয়ার্নার ও রশিদ খান৷ পর পর তিনটি চার মারেন ওয়ার্নার৷ হাঁটুর চোটে বিব্রত রাসেলকে দিয়ে কেন শেষ ওভার করানো হল, সেই প্রশ্ন উঠছেই৷ ছোট রান আপে বল করেন তিনি৷ ওভার শুরুই করেন ওয়াইড এবং নো বল দিয়ে৷ ফলে ফ্রি হিট পায় হায়দরাবাদ৷ যদিও তার সুযোগ নিতে ব্যর্থ হন রশিদ খান৷ কিন্তু রাসেলকে রেয়াত করেননি হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার৷
এ দিন কলকাতা দলে একটাই পরিবর্তন করা হয়েছিল৷ সুনীল নারাইনের বদলে দলে নেওয়া হয় লকি ফাগুর্সনকে৷ তিনি ম্যাচে ফিরিয়ে আনেন কলকাতাকে৷ বল করতে এসেই এ দিন প্রথমেই উইলিয়ামসনকে ফিরিয়ে দেন ফার্গুসন৷ এর পর ফেরান প্রিয়ম গর্গকে৷ দুরন্ত ইয়র্কারে মণীশ পান্ডেকেও বোল্ড করেন এই কিউয়ি অলরাউন্ডার৷ তা সত্ত্বেও কলকাতার জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে পড়েন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷ দুরন্ত ব্যাট করছিলেন তরুণ আব্দুল সামাদও৷ কিন্তু ১৯ তম ওভারের শেষ বলে দুরন্ত ক্যাচে তাঁকে ফিরিয়ে দেন সেই লকি ফার্গুসন৷
টসে জিতে এ দিন কেকেআর-কে ব্যাট করতে পাঠান সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷ কলকাতার হয়ে শুরুটা ভালই করেছিলেন শুভমন গিল এবং রাহুল ত্রিপাঠী৷ কিন্তু রাহুল ত্রিপাঠী(২৩), শুভমন গিল(৩৬) এবং তিন নম্বরে নামা নীতীশ রানা(২৯), প্রত্যেকে শুরুটা ভাল করলেও কেউ ইনিংসকে টেনে নিয়ে গিয়ে বড় রান করতে পারেননি৷ বরং এ দিন আগে ব্যাট করতে নামার সুযোগ পেয়েও ফের একবার ব্যর্থ আন্দ্র রাসেল৷ ১১ বলে মাত্র ৯ রান করে ফিরে যান তিনি৷ এ বারের আইপিএল-এ একেবারেই ছন্দে েনই ক্যারিবিয়ান দৈত্য৷ যা ক্রমেই চিন্তা বাড়াচ্ছে কেকেআর শিবিরের৷ শেষ দু’ ওভারে অধিনায়ক অইন মরগ্যান এবং দীনেশ কার্তিকের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৬৩-তে পৌঁছয় কেকেআর৷ অধিনায়ক মরগ্যান করেন ২৩ বলে ৩৪৷ দীনেশ কার্তিক ১৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন৷
[ad_2]