[ad_1]
দুরন্ত ব্যাটিং ডেভিলিয়ার্সের৷
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ তোলে রাজস্থান৷ ব্যাঙ্গালোরের হয়ে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন ক্রিস মরিস৷
#দুবাই: শেষ দু’ ওভারে প্রয়োজন ছিল ৩৫ রান৷ ম্যাচের ১৯ তম ওভারে বল করতে এসেছিলেন জয়দেব উনাদকাট৷ সেই ওভারে উঠল ২৫ রান৷ প্রথম তিন বলে তিনটি ছয় মারলেন এ বি ডেভিলিয়ার্স৷ শেষ ওভারে জোফ্রে আর্চারকে ছয় মেরে ফের একবার একা হাতে ব্যাঙ্গালোরকে আইপিএল-এ অবিশ্বাস্য জয় এনে দিলেন দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ ব্যাটসম্যান৷ শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর৷ এ দিন প্রথমে ব্যাট করে ১৭৭ তুলেছিল রাজস্থান৷ জবাবে ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৯ তুলে নেয় কোহলির ব্যাঙ্গালোর৷ মাত্র ২২ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি৷
এই ম্যাচে জিতে ৯ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে লিগ টেবলের তিন নম্বরে উঠে এলে আরসিবি৷ ফলে দলকে প্লে অফের দিকেো অনেকটা এগিয়ে দিলেন এ বি ডেভিলিয়ার্স৷
রান তাড়া করতে নেমে প্রথমেই অ্যারন ফিঞ্চকে হারিয়ে ধাক্কা খায় ব্যাঙ্গালোর৷ অধিনায়ক বিরাট কোহলি তরুণ দেবদত্ত পাড়িক্কলকে নিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেও রানের গতি সেভাবে বাড়াতে পারেননি৷ দু’জনে ৬৯ রানের পার্টনারশিপ গড়েন৷ কিন্তু পর পর দু’ বলে ফিরে যান পাড়িক্কল এবং কোহলি৷ কার্তিক ত্যাগির বলে বাইন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ ধরে কোহলিকে ফেরান রাহুল তেওয়াটিয়া৷
এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ৷ রাজস্থানের ওপেনিং জুড়িতে এ দিন ফের বদল করা হয়৷ বেন স্টোকসের সঙ্গে ওপেন করতে নামেন রবিন উত্থাপ্পা৷ স্টোকস বড় রান না পেলেও এ দিন ফর্মে ফেরেন উত্থাপ্পা৷ মাত্র ২২ বলে ৪১ করেন তিনি৷ কিন্তু যুজবেন্দ্র চহালের প্রথম ওভারেই পর পর দু’ বলে ফিরে যান উত্থাপ্পা এবং সঞ্জু স্যামসন৷ সেখানে থেকে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় অধিনায়ক স্টিভ স্মিথের ইনিংস৷ প্রথমে বাটলার এবং পরে রাহল তেওয়াটিয়াকে নিয়ে দলের ব্যাটিংকে টানেন স্মিথ৷ মাত্র ৩৬ বলে ৫৭ রান করেন তিনি৷ এ দিন ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল-এ অভিষেক ঘটে বাংলার শাহবাজ আহমেদের৷ বল হাতে সেভাবে ছাপ ফেলতে না পারলেও তাঁরই দুরন্ত ক্যাচে ফিরে যান স্টিভ স্মিথ৷ শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ তোলে রাজস্থান৷ ব্যাঙ্গালোরের হয়ে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন ক্রিস মরিস৷
[ad_2]