সব ধরণের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা ৩৯ বছরের অজি ক্রিকেটারের ৷
#দুবাই: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই ৷ এবার আইপিএলেও আর খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনকে ৷ সব ধরণের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করলেন ৩৯ বছরের অজি ক্রিকেটার ৷
আইপিএলে এ বছর প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি চেন্নাই ৷ রবিবার পঞ্জাবের বিরুদ্ধে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলে ফেলেছে ধোনি ব্রিগেড ৷ সিএসকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ওয়াটসন এবার সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন ৷ সতীর্থদের জানিয়ে দিলেন, আগামী মরশুম থেকে আর আইপিএলেও খেলবেন না তিনি ৷ চেন্নাইয়ের টিমের এক সদস্য জানিয়েছেন, ‘‘কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের পর যখন ড্রেসিংরুমে ওয়াটসন জানিয়েছিল, ও আর আইপিএলেও খেলবে না, তখন আবেগতাড়িত হয়ে পড়েছিল। চেন্নাইয়ের হয়ে খেলা ওর কাছে বিরাট সম্মানের বলেও জানিয়েছে ওয়াটসন ৷ ’’
🧢 59 Tests, 190 ODIs, 58 T20Is
💥 10,950 international runs
🏅 Player of the Tournament at 2012 T20WC
🏆 2007 and 2015 ICC Men”s CWC champion
🇦🇺 Australian legend Shane Watson has announced his retirement from all forms of cricket.
এবছর আইপিএলে সিএসকে-র পারফরম্যান্স একেবারেই ভাল হয় নি ৷ ওয়াটসনকে তাঁর সেরা ছন্দে দেখা যায়নি ৷ অজি ওপেনার রানের মধ্যে না থাকায় চাপে পড়েছে টিম। তবে অলরাউন্ডার এই অজি তারকা নিঃসন্দেহেই যে কোনও দলের সম্পদ ৷
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ক্রিকেটই খেলেছেন ওয়াটসন। আইপিএলের ইতিহাসে ওয়াটসন অন্যতম সফল ক্রিকেটার। সব মিলিয়ে ১৪৫টা ম্যাচ খেলেছেন আইপিএলে। করেছেন ৩৮৭৪ রান। নিয়েছেন ৯২টি উইকেটও। আইপিএলে অবশ্য শুরুর দিকে সাত বছর রাজস্থান রয়্যালসের হয়েই খেলেছিলেন ওয়াটসন ৷ পরে চেন্নাই দলে যোগ দেওয়ার পর ধোনির টিমেরও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন অজি অলরাউন্ডার ৷