উইলিয়ামসনের লড়াই কাজে এল না, ১৭ রানে জিতে প্রথমবার আইপিএলের ফাইনালে দিল্লি

খেলাধুলা

[ad_1]

DC vs SRH: উইলিয়ামসনের লড়াই কাজে এল না, ১৭ রানে জিতে প্রথমবার আইপিএলের ফাইনালে দিল্লি

Photo Courtesy: IPL/BCCI

১৭ রানে জিতে ফাইনালে এবার মুম্বইয়ের সামনে শ্রেয়সের দিল্লি ক্যাপিটালস ৷

দিল্লি ক্যাপিটালস: ১৮৯/৩ (২০ ওভার)



সানরাইজার্স হায়দরাবাদ: ১৭২/৮ (২০ ওভার)



১৭ রানে জয়ী দিল্লি ক্যাপিটালস


ম্যান অফ দ্য ম্যাচ- মার্কাস স্টয়নিস

#আবুধাবি: হাড্ডাহাড্ডির লড়াই একেই বলে ৷ ৯০ রানে হায়দরাবাদের ৪ উইকেট পড়ে যাওয়ার পর অনেকেই হয়তো ভেবে নিয়েছিলেন ম্যাচটা সহজেই জিতছে দিল্লি ৷ কিন্তু সানরাইজার্সের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামেন যিনি, তিনি ক্রিজে থাকা মানে দলের জয়ের আশাও ততক্ষণ বেঁচে থাকে ৷ হ্যাঁ, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ আরসিবির বিরুদ্ধে গত ম্যাচের পর এদিনও ব্যাট হাতে সফল তিনি ৷ ৪৫ বলে ৬৭ রান করলেন উইলিয়ামসন ৷ কিন্তু স্টয়নিসের বলে তিনি আউট হতেই ফের ছন্দপতন হায়দরাবাদের ব্যাটিংয়ের ৷ উইলিয়ামসনের পাশাপাশি ৬ নম্বরে নামা আবদুল সামাদও ১৬ বলে ৩৩ রান করে মরিয়া একটা লড়াই করেছিলেন ৷ কিন্তু বাকিরা চূড়ান্ত ব্যর্থ ৷ ১৭ রানে জিতে ফাইনালে এবার মুম্বইয়ের সামনে শ্রেয়সের দিল্লি ক্যাপিটালস ৷ এই প্রথমবার আইপিএলের ফাইনাল খেলবে দিল্লি ৷



এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ শিখর ধাওয়ানের দুরন্ত ৭৮, মার্কাস স্টয়নিসের ঝোড়ো ৩৮ এবং হেটমায়ারের মারমুখী ৪২ রানে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। কোয়ালিফায়ারের মতো নক-আউট ম্যাচে সানরাইজার্সের ফিল্ডিং খুব একটা ভাল হয়নি এদিন ৷ একাধিক ক্যাচ ফেলেন ফিল্ডাররা ৷ সন্দীপ, রশিদ ও হোল্ডাররা একটি করে উইকেট পান ৷

এদিন বড় রান তোলাই লক্ষ্য ছিল দিল্লির। মুম্বইয়ের কাছে প্রথম কোয়ালিফায়ারে হারার পর এদিন ডু অর ডাই ম্যাচে নিজেদের সেরাটাই দিতে চেয়েছিলেন শ্রেয়সরা ৷ সেই কাজে সফলও তাঁরা ৷ বড় রান করার লক্ষ্যেই ফর্মে থাকা স্টয়নিসকে ওপেন করতে পাঠানো হয় এদিন ৷ একবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর ৩৮ রান করেন স্টয়নিস ৷ অন্যদিকে মুম্বই ম্যাচে রান না পেলেও এদিন ৬টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৮ রান করেন শিখর ধাওয়ান ৷



Published by:
Siddhartha Sarkar


First published:
November 8, 2020, 11:52 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।