উইলিয়ামসন একাই একশো ! ৬ উইকেটে আরসিবিকে হারিয়ে এবার দিল্লির সামনে হায়দরাবাদ

খেলাধুলা

[ad_1]

RCB vs SRH: উইলিয়ামসন একাই একশো ! ৬ উইকেটে আরসিবিকে হারিয়ে এবার দিল্লির সামনে হায়দরাবাদ

Photo Courtesy: IPLT20.com/BCCI

৬ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৩১/৭ (২০ ওভার)



সানরাইজার্স হায়দরাবাদ: ১৩২/৪ (১৯.৪ ওভার)



৬ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ


#আবুধাবি: লো স্কোরিং ম্যাচেও হাড্ডাহাড্ডির লড়াই ! শেষপর্যন্ত বাজিমাত সানরাইজার্স হায়দরাবাদেরই ৷ আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির মুখোমুখি ওয়ার্নাররা ৷ এবারও স্বপ্নভঙ্গ কোটি কোটি আরসিবি ফ্যানদের ৷ আশা জাগিয়েও খালি হাতেই ফিরতে হচ্ছে বিরাটদের ৷

শেষ ওভারে হায়দরাবাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান ৷ নবদীপ সাইনি প্রথম দুটি বল জায়গায় রাখলেও দলকে ম্যাচ জেতাতে সমস্যা হয়নি কেন উইলিয়ামসনের ৷ ৪৪ বলে ৫৪ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷ সঙ্গী জেসন হোল্ডার করেন ২০ বলে অপরাজিত ২৪ রান ৷  ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় হায়দরাবাদ ৷ চার উইকেট হারিয়ে একসময়ে চাপে পড়ে গেলেও শেষপর্যন্ত মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করতে সফল কিউই তারকা উইলিয়ামসন ৷

টস জিতে এদিন বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ বড় রান তুলতে ব্যর্থ ব্যাঙ্গালোর ৷ আরসিবি-র হয়ে এদিন ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক বিরাট ও দেবদত্ত পাডিক্কল ৷ প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে আরসিবির ৷ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই আরসিবির দুই ওপেনারকে ফিরিয়ে দেন হায়দরাবাদের পেসার জেসন হোল্ডার। ম্যাচের দ্বিতীয় ওভারেই বিরাটের উইকেট তুলে নেন তিনি। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন শ্রীবৎস গোস্বামী। এদিন চোট পাওয়া ঋদ্ধিমানের জায়গায় সানরাইজার্স দলের প্রথম একাদশে সুযোগ পান শ্রীবৎস ৷ ৬ রানের বেশি করতে পারেননি বিরাট। এবি ডেভিলিয়ার্স এদিনও আরসিবির পরিত্রাতার ভূমিকায় অবতীর্ন হন ৷ তিনি ৪৩ বলে ৫৬ রান না করলে এদিন ১০০ রানও হয়তো স্কোরবোর্ডে উঠত না বিরাটদের ৷

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি সানরাইজার্স হায়দরাবাদেরও ৷ ঋদ্ধিমানের জায়গায় প্রথম একাদশে সুযোগ পাওয়া শ্রীবৎস গোস্বামী কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফেরেন ৷ অধিনায়ক ওয়ার্নার (১৭), মণীশ পাণ্ডে (২৪), প্রিয়ম গর্গ (৭) রান সেভাবে পাননি কেউই ৷ কিন্তু কাজের কাজটা করেন নিউজিল্যান্ড অধিনায়ক এবং সানরাইজার্স দলের অন্যতম প্রধান ভরসা উইলিয়ামসনই ৷ দু’বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় হায়দরাবাদ ৷



Published by:
Siddhartha Sarkar


First published:
November 6, 2020, 11:37 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।