এবারেও হল না বিরাটের! রাখঢাক না করেই বলে দিলেন আইপিএল থেকে ছিটকে যাওয়ার কারণ

খেলাধুলা

[ad_1]

IPL 2020: এবারেও হল না বিরাটের! রাখঢাক না করেই বলে দিলেন আইপিএল থেকে ছিটকে যাওয়ার কারণ

Photo Courtesy-IPL/Twitter

বিরাট কোহলি -র মতে আইপিএল ২০২০ অত্যন্ত প্রতিযোগিতামূলক মানের হয়েছে৷

#: বিরাট কোহলির জেলা এবারেও শূন্যই থাকল৷ ভারতীয় দলের অধিনায়ক হিসেবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন, ক্রিকেটার হিসেবে বিশ্বকাপজয়ী দলের সদস্য, কিন্তু বারবারই আইপিএল খালি হাতেই ফেরাচ্ছে কোহলিকে৷   আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির মুখোমুখি হয়েছিল ওয়ার্নাররা ৷ এবারও স্বপ্নভঙ্গ কোটি কোটি আরসিবি ফ্যানদের ৷ সানরাইজার্সের সূর্যোদয়ের দিনে বিরাটের বিরাট স্বপ্নভঙ্গ৷

এদিনের হারের পর বিরাট কোনও রাখঢাক না করেই জবাব দিলেন৷ তাঁর সাফ কথা তাঁর দল বোর্ডে যথেষ্ট পরিমাণ রান তুলতে না পারায় এই হার৷ এদিনে ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷

অধিনায়ক বলেছেন, ‘‘ যদি প্রথম ইনিংস নিয়ে কথা বলা যায় , তাহলে বলতে হবে বোর্ডে যথেষ্ট রান ছিল না৷ আমরা দ্বিতীয়ার্ধে নিজেদের লড়াইতে নিয়ে এসেছিলাম৷  অনেক ভালো ফল হচ্ছিল৷ মার্জিনে জেতা-হারা৷ আমার মতে আমরা বোর্ডে যথেষ্ট রান তুলতে পারেনি৷ ’’


তিনি এরপরেও আরও একবার বলেন ২০২০ -র আইপিএল মরশুমে আরসিবি ব্যাটিং নিয়েও কথা বলেন৷ খারাপ ব্যাটিংয়ের জন্য প্লেয়ারদের মানসিক চাপ কারণ হতে পারে৷

‘‘মনে হয় মানসিক? বোলাররা যেখানে বল করতে চেয়েছেন সেখানেই বল করতে পেরেছেন৷ আমরা ওদের চাপে ফেলতে পারেনি৷ ফিল্ডাররাও ভুগিয়েছেন৷ এটা একটা অদ্ভুত পর্যায়৷ আমাদের জন্য ৪-৫ টা খেলা৷ ’’

বিরাট কোহলি -র মতে আইপিএল ২০২০ অত্যন্ত প্রতিযোগিতামূলক মানের হয়েছে৷এবারের আইপিএলের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেছেন৷

‘‘এটা একটা কঠিন বছর, আইপিএলে নিজের দলের শক্তি জানা যায়৷ এবার কোনও হোম  এবং অ্যাওয়ে ছিল না৷ সকলই একই পরিস্থিতিতে খেলেছে৷ ফলে ভিতরের শক্তি বেরিয়ে আসে৷ এর জন্যেই খুব সম্ভবত আইপিএল আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে৷ ’’

এবারার আইপিএলে অভিযান শেষ কোহলি এন্ড কোংয়ের ৷ শেষ পর্ব তিনি বলেছেন, ‘‘দারুণ অনুভূতি মাঠে বেরিয়ে খেলার৷ সেখানে আমরা অবদান রাখতে পেরেছি বলে ভালো লাগছে৷ ফ্যানদের জন্য কিছু করতে পেরে আমরা খুশি৷ ’’



Published by:
Debalina Datta


First published:
November 7, 2020, 12:40 AM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।