প্লে অফে যেতে অন্যদের উপর ভরসা করেই থাকতে হচ্ছে শাহরুখ খানের দলকে ৷
#শারজা: লিগ পর্বে নিজেদের সব ম্যাচ খেলা হয়ে গিয়েছে ৷ তাই চাইলেও আর নেট রান রেট বাড়ানোর উপায় নেই কলকাতা নাইট রাইডার্সের ৷ প্লে অফে যেতে এখন তাই অন্যদের উপর ভরসা করেই থাকতে হচ্ছে শাহরুখ খানের দলকে ৷ আজ, মঙ্গলবার টুর্নামেন্টের এক নম্বর দল মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ৷ এই ম্যাচ জিতলেই প্লে অফে যাওয়া নিশ্চিত ওয়ার্নারদের ৷ কারণ তাদের নেট রান রেট ( +০.৫৫৫) অত্যন্ত ভাল ৷ তাই হায়দরাবাদের হারের প্রার্থনায় আজ টিভির সামনে বসবে কেকেআর ৷
লিগ তালিকায় হায়দরাবাদ রয়েছে আপাতত পাঁচ নম্বরে। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেই প্লে-অফের দরজা খুলে যাবে সানরাইজ়ার্সের সামনে। চার নম্বরে থাকা কেকেআরের পয়েন্ট ১৪ ম্যাচে ১৪। কিন্তু তাদের নেট রানরেট হায়দরাবাদের চেয়ে কম। ফলে মুম্বইকে হারাতে পারলেই রানরেটে শাহরুখের দলকে টপকে প্লে-অফে চলে যাবে সানরাইজার্স হায়দরাবাদ।
We have the three qualifiers for #Dream11IPL 2020.
ফলে সোমবারের দিল্লি-বেঙ্গালুরু ম্যাচের পর প্লে অফের অঙ্ক এখন খুবই সহজ ৷ নাইটদের প্লে অফে যেতে হলে আজ মুম্বইয়ের বিরুদ্ধে হারতেই হবে সানরাইজার্স হায়দরাবাদকে ৷ মুম্বই এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ৷ প্রথম দল হিসেবে প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে ৷ ইতিমধ্যেই প্লে-অফের এক নম্বর জায়গা নিশ্চিত হয়ে যাওয়ায় এই দুই বোলারকে বিশ্রাম দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। চোটের জন্য নেই রোহিত শর্মাও। যা কি না নাইটদের জন্য মোটেও ভাল খবর নয়।