বিরাট এবং তাঁর দলকে নিয়ে প্রথমবার আইপিএল জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন আরসিবি সমর্থকরা ৷
#আবুধাবি: ৩২-এ পা বিরাট কোহলির ৷ ভারত এবং আরসিবি অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর সতীর্থরা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা প্রত্যেকেই ৷ বহু বছর পর ফের আইপিএলের প্লে অফ খেলছে বিরাট কোহলির আরসিবি ৷ ট্রফি জয়ের এবার সুবর্ন সুযোগ কোহলিদের সামনে ৷ বিরাট এবং তাঁর দলকে নিয়ে প্রথমবার আইপিএল জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন আরসিবি সমর্থকরা ৷
আরসিবি-র পক্ষ থেকে বৃহস্পতিবার তাদের অধিনায়কের জন্মদিনে আবেগঘন পোস্ট করা হয় ৷ দলের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে বিরাটের ছবি দিয়ে লেখা হয়, ‘‘ এই মানুষটা নিজের রক্ত, ঘাম এবং চোখের জল সবকিছু দিয়েছে রেড অ্যান্ড গোল্ডকে ৷ আমাদের কিংবদন্তি দলনেতাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ হ্যাপি বার্থ ডে কিং কোহলি !’’
To the man who’s given blood, sweat and tears to the Red and Gold.
To our Leader and Legend, Here’s wishing KING KOHLI a very Happy Birthday!! 🤩🤩
আইপিএলের লিগ পর্বের খেলা শেষ। বৃহস্পতিবার থেকে শুরু প্লে-অফের লড়াই। শুক্রবার এলিমিনেটরে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এলিমিনেটরে হারলেই আইপিএল অভিযান শেষ। নক আউট পর্বে মাঠে নামার আগে দলকে উজ্জীবিত করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। চার বছর পর আবার আইপিএলের প্লে-অফে আরসিবি। ২০১৬ সালে শেষবার প্লে-অফে খেলেছিল বিরাট কোহলির দল। আর তাই এবার নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জিততে মরিয়া কোহলি অ্যান্ড কোম্পানি।