[ad_1]
Photo Courtesy- Twittter
বল ভেবে সারাক্ষণ টাকেই ফোকাস করল ক্যামেরা, ভাইরাল ফুটবল ম্যাচের ভিডিও!
#নয়াদিল্লি : ২০২০-তে সবই সম্ভব! সম্প্রতি এক ফুটবল ম্যাচ যেন সেই বিষয়টি আরও স্পষ্ট করে দিল। এর আগেও ফুটবল মাঠের আধুনিক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কিংবা গোল-লাইন প্রযুক্তি সমালোচনার মুখে পড়েছে। তবে এ বার একটি মজার ঘটনা ঘটল। নেটিজেনদের কথায় ফুটবল ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। কারণ এ বার AI ক্যামেরা এক কাণ্ড করে বসল। ফুটবলের পরিবর্তে বারবার টাক মাথার এক লাইনম্যানকেই ফোকাস করে চলল গোটা ম্যাচ ধরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্কটল্যান্ডের সেই ফুটবল ম্যাচের ভিডিও।
স্কটল্যান্ডের ক্যালেডনিয়ান স্টেডিয়ামে স্থানীয় দুই ক্লাব ইনভারনেস ক্যালেডোনিয়ান থিস্টলে এবং আয়র ইউনাইটেডের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। সপ্তাহখানেক আগে ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, এ বার তাদের ফুটবল ম্যাচগুলিতে ক্যামেরা অপারেটরদের পরিবর্তে AI ক্যামেরা বসানো হবে। এই AI প্রযুক্তির বল-ট্র্যাকিং ক্যামেরায় পুরো ম্যাচের HD ফুটেজ নেওয়া যাবে। তাই করোনার জেরে ঘরে বসেই ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা । কিন্তু সব ওলট-পালট হয়ে যায়। দেখা গিয়েছে, যেখানে বলকে ফলো করার কথা, সেখানে বার বার এক লাইনম্যানের টাকেই ফোকাস করে চলেছে ক্যামেরা। আসলে ফুটবলকে ফোকাস করার জন্য প্রোগ্রামিং করা ছিল ক্যামেরায়। কিন্তু বল আর লাইনম্যানের টাকের মধ্যে গুলিয়ে যায় এই আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ক্যামেরার প্রোগ্রামিং। তাই বার বার বল থেকে সরে এসে টাকেই ফোকাস হচ্ছিল।
কমেডি লেখক জেমস ফেলটন সম্প্রতি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই ম্যাচের ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওয় দেখা গিয়েছে, ফাঁকা স্টেডিয়ামে দিনের বেলা ম্যাচ চলছে। গোটা মাঠের সঙ্গে রোদ পড়েছে লাইনম্যানের চকচকে টাকেও। আর এতেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা ভুল করে বসেছে। গুলিয়ে ফেলেছে বল আর লাইনম্যানের টাক। এ নিয়ে চলছে ট্যুইট, রিট্যুইট আর কমেন্ট। আধুনিক ক্যামেরার এই ধরনের ভুলে ম্যাচচলাকালীন বারবার ক্ষমা চেয়েছেন ধারাভাষ্যকাররা। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ মন্তব্য করে ওই লাইনম্যানকে টুপি কিনে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
Inverness Caledonian Thistle don’t employ a cameraman as their camera is programmed to follow the ball throughout the match. The commentator had to apologise today as the camera kept on mistaking the ball for the linesman’s head… pic.twitter.com/LeKsc2bEj7
— Tom Cox (@seagull81) October 24, 2020
Everything is terrible. Here”s a football match last weekend that was ruined after the AI cameraman kept mistaking the linesman’s bald head for a football.https://t.co/BsoQFqEHu0 pic.twitter.com/GC9z9L8wHf
— James Felton (@JimMFelton) October 29, 2020
A bit of light relief is needed I think. The wonders of modern #technology #AI . https://t.co/F05isQ7ASG
— David Lewis (@CamroseDavid) November 1, 2020
This is amazing.
A game had a ball with AI technology in it that allowed a camera to be unmanned but the camera still tracks the ball.
But the lino had a bald head and the camera was mistaking his head for the ball.
Lol https://t.co/AYp1ZHtQKU
— #GSBOUT #GSBOUT (@TheIronHammer26) October 31, 2020
Same energy. https://t.co/1Iyby4VDIb pic.twitter.com/3YwtXYeuLX
— eriseldi (@EriseldiHidrej) October 31, 2020
When the robots take over, we baldies will be the chosen people. https://t.co/vwZytTfrJP
— R. Marr (@RolloTreadway) October 30, 2020
😭😭😭We’d only see Zidane…. https://t.co/MEj6fRoEcK
— Vivek (@hermitCule) October 30, 2020
বলা বাহুল্য, দর্শকরা প্রায় গোটা ম্যাচের আনন্দ থেকেই বঞ্চিত হন। তবে ম্যাচের ভিডিওটি চূড়ান্ত মাত্রায় ভাইরাল হয়েছে।
[ad_2]