ডাগ আউটে বসে মাঝেমধ্যেই পেন-পেন্সিল হাতে কাগজে কিছু নোট করতে বা লিখতে দেখা যায় কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালামকে ৷
#আবুধাবি:কলকাতা নাইট রাইডার্সের এবছরের পারফরম্যান্স নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরাও কী মতামত দেবেন, মাঝেমধ্যে হয়তো চিন্তায় পড়ছেন ৷ টুর্নামেন্ট অর্ধেক হয়ে যাওয়ার পরেও দলের সেট প্রথম একাদশ এখনও ঠিক হতে পারল না ৷ কার্তিক, রাসেলের মতো একাধিক তারকারাই ফর্মে নেই ৷ বুধবার আরসিবির বিরুদ্ধে রাসেলকে বাদ দিয়েই খেলতে নেমেছিলেন নাইটরা ৷ ম্যাচের রেজাল্ট হল আরও খারাপ ৷ প্রথমে ব্যাট করে মাত্র ৮৪ রানই স্কোরবোর্ডে তুলতে পেরেছিল শাহরুখ খানের দল ৷ আইপিএলের ইতিহাসে যা অন্যতম সর্বনিম্ন স্কোর ৷
টুর্নামেন্টের মাঝপথেই বদল হয়েছে ক্যাপ্টেন ৷ এবার কি তাহলে কোচও বদল করবে কেকেআর ম্যানেজমেন্ট ? ডাগ আউটে বসে মাঝেমধ্যেই পেন-পেন্সিল হাতে কাগজে কিছু নোট করতে বা লিখতে দেখা যায় কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালামকে ৷ বুধবার যখন মাত্র ৩ রানেই ৩ উইকেট হারিয়েছিল কলকাতা ৷ তখনও কোচকে দেখা যায় ডাগ আউটে বসে মাথা নীচু করে কিছু লিখছেন ৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় ম্যাকালামকে নিয়ে শুরু হয় ট্রোলিং ৷ সমর্থকরা বলতে শুরু করেন নিজের পদত্যাগপত্র লিখছেন ম্যাকালাম !
ম্যাচ চলাকালীন দেখা গিয়েছে, কেকেআর কোচ ম্যাকালাম নোট নিয়ে চলেছেন। আর তা নিয়েই উঠছে প্রশ্ন। নেটিজেনরা একের পর এক রসিকতায় মেতে উঠেছেন ম্যাকালামের কাগজে লিখে চলা দেখে।
এক জন লিখেছেন, ‘‘ম্যাকালাম কেকেআর ব্যাটসম্যানদের খেলা ডট বলগুলো নিয়ে রঙ্গোলি আঁকছেন’। এক জন ম্যাকালামের ছবি দিয়ে লিখেছেন, ‘পুরো ইঞ্জিনিয়ারিং জীবনে যত নোট নিয়েছি, তার থেকে বেশি নোট একটা ম্যাচেই নিচ্ছেন ম্যাকালাম’।