‘দাদা’-র এক সময়ের প্রিয় নাগমা-র লহেঙ্গা উঠাইয়া দে রিমোট সে -নাচ ভাইরাল

খেলাধুলা

[ad_1]

‘দাদা’ -র এক সময়ের ‘প্রিয়’ নাগমা-র নাচের ভিডিও ভাইরাল, লহেঙ্গা উঠাইয়া দে রিমোট সে গানে ধামাল পারফরম্যান্স

Photo- Collected

ভিডিও-র ভিউ ভাইরালের সীমা ছাড়িয়ে হয়েছে সুপার ভাইরাল৷

#নয়াদিল্লি :  জোর গুঞ্জন শোনা যায় এক সময়ে বাংলা-র দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গোপন মন দেওয়া-নেওয়া হয়েছিল নাগমার৷ এখন সে কথা শুধু বাতাসেই ভাসে৷ দাদা নিজের জীবনে কেরিয়ার ও পরিবারকে প্রায়োরিটি দিয়ে নাগমাকে পিছনে ছেড়ে চলে এসেছেন- আর এই কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন স্বয়ং নাগমাই৷ তিনি জানিয়েছিলেন দুজনেই নিজের কেরিয়ারকে গুরুত্ব দিয়ে জীবনের ক্ষণস্থায়ীকে রোমান্সকে টাটা করে দিয়েছিলেন৷ সেই দাদা-র একসময়ের ক্রাশ নাগমার একটি ভোজপুরি গানের একটি ভিডিও এই মুহূর্তে সুপার ভাইরাল৷

এমনিতেই সারা ভারতে ভোজপুরি ফিল্ম ইন্ড্রাস্ট্রির একটি বড় ফ্যান ফলোয়িং রয়েছে৷ এই মুহূর্তে রবি কিষণ ও নাগমা অভিনীত একটি পুরনো গান ভাইরাল হয়েছে৷ হঠাৎই বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে৷

সেলুলয়েডে সুপারহিট জুটি রবি কিষণ ও নগমার নাচের ঠুমকা৷ দুজনেই সিনেমায় কেরিয়ার শুরু করেছিলেন৷ সেইজন্যে এই ২ জনের কেমিস্ট্রিও দারুণ৷ এই মুহূর্তে অবশ্য ফিলমি কেরিয়ার ছেড়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন৷


কিন্তু দুই তারকার সুপারহিট ভোজপুরি গানে নাচ চমৎকার ভাবে মন কাড়ছে সকলেরই৷

২০০৫ সালে ভোজপুরি সিনেমা পণ্ডিত জী বতাই না বিয়াহ কব হোই’ তে গান ছিল ‘লহঙ্গা উঠা দে রিমোট সে’৷



ইউটিউবে দুরন্ত গতিতে ভাইরাল হয়ে উঠেছে পুরনো এই ভিডিও৷ বর্তমানে এই ভিডিওটির ভিউ হয়েছে ৫৮ লক্ষ বার৷ রবি কিষণকে ভোজপুরি ফিলম ইন্ডাস্ট্রির শাহরুখ খান বলা হয়৷ ২০১৯ থেকে গোরক্ষপুর কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছেন রবি কিষণ৷ অন্যদিকে দক্ষিণী রাজনীতির আঙিনায় পা রেখেছেন একসময়ের লাস্যময়ী অভিনেত্রী নাগমা৷

এই ভিডিওতে একেবারে ভোজপুরি স্টাইলে তুফান মাতিয়েছেন বর্তমানের দুই রাজনীতিবিদ ৷ তবে ফ্যানরা এই রাজনীতিবিদদের না চিনতে চেয়ে একেবারে নিজেদের প্রিয় অভিনেত্রী ও অভিনেতার কেমিস্ট্রিতে বুঁদ হয়েছেন ফ্যানরা৷



Published by:
Debalina Datta


First published:
October 27, 2020, 9:52 PM IST

পুরো খবর পড়ুন

[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।