[ad_1]
Photo Courtesy- Instagram/Video Grab
কোমর অবধি লম্বা চুল,পরণে হট প্যান্ট ও ক্রপ টি শার্টে ধনশ্রীর সুপার ভাইরাল নাচটা দেখেছেন কি? এর জন্যেই নাকি চাহালের পারফরম্যান্স খারাপ!
#মুম্বই: প্লেয়ার বা দলের খারাপ পারফরম্যান্স হলে তাঁদের স্ত্রী বা গার্লফ্রেন্ডদের দিকে অভিযোগের আঙুল তোলা খুবই চেনা পরিচিত বিষয়৷ বিভিন্ন সময়ে এই নিয়ে বিতর্ক হলেও এখনও অবধি ‘ফ্যানদের’ অনৈতিক রোষের আগুন থেকে বাঁচানো যায়নি এই মহিলাদের ৷ ফের একবার একইভাবে আরসিবি হারায় অশ্লীল মন্তব্য করা হল যুজবেন্দ্র চাহালের (Yuzuvendra Chahal) গার্লফ্রেন্ড ধনশ্রী বর্মাকে (Dhansree Verma) ৷
আরসিবি (RCB) নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সের (DC) কাছে হেরে যায়৷ যদিও এর জন্য তাদের প্লে অফে খেলা আটকায়নি৷ কিন্তু তাতে কী ৷ ফ্যানরা তো হার স্বীকার করতেই জানেন না৷ চাহালের বান্ধবী সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়৷ তাঁর একের পর এক ডান্স ভিডিও ( dance video) এখন ভাইরাল৷ ‘দারু বদনাম’ গানে ধনশ্রীর ভিডিও সুপার ভাইরাল (Viral Video) হয়ে গেছে৷ দেখে নিন সেই ভিডিও৷
এক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওর ভিউ হয়েছে ৫০ হাজারের বেশি৷ কিন্তু অদ্ভুতভাবে এই সোশ্যালমিডিয়া সেলিব্রিটির উপস্থিতির জন্যেই নাকি যজুবেন্দ্র চাহাল খেলতে পারছেন না বা তাঁর আইপিএল দল জিততে পারছে না এই অভিযোগ করেছেন ফ্যানরা৷ যা কার্যত ফের একবার তাদের হীণ মনোভাবেরই পরিচিতি৷
তাঁর বিরুদ্ধে ট্রোল হলে প্রতিবাদ করেন অনুষ্কা শর্মা , কখনও আবার গলা চড়ান বিরাট কোহলিও৷ এবারেও ধনশ্রীকে ট্রোলের বিরোধিতা করেছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা৷
এবারের আইপিএলে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল৷ যা তাঁর ২০১৭-১৯ এই তিন মরশুম পারফরম্যান্সের চেয়ে অনেকটাই ভালো ৷ কারণ ২০১৭ , ২০১৮, ২০১৯ সালে যথাক্রমে ১৪,১২ ও ১৮ উইকেট পেয়েছিলেন৷
[ad_2]