নিজের আগে রাখেন স্বামীকে আবার দেখালেন অনুষ্কা, উথালপাথাল প্রেমের ভিডিও দেখুন

খেলাধুলা

[ad_1]

IPL 2020:  নিজের আগে রাখেন স্বামীকে আবার প্রমাণ করলেন অনুষ্কা, দেখুন উথালপাথাল প্রেমের ভাইরাল ভিডিও

Photo Courtesy- Anushka Sharma/ Instagram

স্বামীকে জড়িয়ে ধরে গভীর চুম্বনের ছবি পোস্ট অনুষ্কার৷ প্যায়ার হো তো অ্যায়সা৷

#দুবাই:  বিরুষ্কা – এই শব্দটা যে আর পাঁচটা শব্দের মতোই একদিন হাওয়ায় মিলিয়ে যায় একেবারেই নয়৷ বরং যতদিন যাচ্ছে ততই মেহেন্দির রঙের মতোই গাঢ় হয়ে উঠছে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma)  প্রেম৷

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির বৃহস্পতিবার দিন ৩২ তম জন্মদিন ছিল ৷ এই স্পেশ্যাল দিনকে আরও স্পেশ্যাল করেছেন স্ত্রী অনুষ্কা শর্মা ৷ এবারের জন্মদিন বিরাটের কাছে আরও বেশি বিশেষ কারণ এই মুহূর্তে তিনি ও অনুষ্কা সন্তানের অপেক্ষা করছেন৷ এই যে চির জীবন পাশে চলার যে মন্ত্র তাঁরা নিয়েছেন তাকে নিশ্চিতভাবে আরও মজবুত করতে চলেছেন তাঁরা৷ করোনা পরিস্থিতিতে এবারের আইপিএল (IPL 2020) সংযুক্ত আরব আমিরশাহিতে৷ জন্মদিনের পরের দিনেই মহাগুরুত্ব প্লে অফের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ( RCB vs SRH) মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের৷ তার আগের দিন অবশ্য জন্মদিনে বিন্দাস আনন্দে মাতালেন বিরাট ও তাঁর দলে৷ সঙ্গী ছিলেন আদরের অনুষ্কা৷ প্রেগন্যান্ট অনুষ্কা এবারের আইপিএলে প্রায় প্রতিটি ম্যাচেই স্বামী ও তাঁর দলের সমর্থণে মাঠে আসছেন৷

এভাবে স্বামীর পাশে থাকা খুব একটা দেখা যায় না৷ তবে অনুষ্কা ও বিরাটের সম্পর্কের গভীরতার এটাই বড় কারণ যে এঁরা দুজনেই দুজনকে সবসময়, সবরকম ভাবে সমর্থণ করেন৷ জন্মদিনে স্পেশাল ছবি যা অনুষ্কা নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন সেখানে ভারি চমৎকার দেখতে লাগছে এই দম্পতিকে৷ কালো পোশাকে নুষ্কি আর বিরাট ব্ল্যাক গ্রে শেডের টি শার্টে৷ দুটি ছবি দিয়েছেন তাতে একটিতে বিরাটকে জড়িয়ে ধরে রয়েছেন অনুষ্কা ৷ আর অন্যটায় বিরাটের গাল চুমু খাচ্ছেন তাঁর স্ত্রী৷ প্রেমের রসে ভিজে এই ছবি মুহূর্তেই ভাইরাল৷







View this post on Instagram

❤️

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

অন্যদিকে বিরাটের জন্মদিনের কেক কাটার ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছে৷ দেখে নিন ভিডিওটি৷




ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে জন্মদিনের নিয়ম মেনেই কেক কাটলেন বিরাট৷ তারপর প্রথম টুকরোটা তিনি দিতে গেলেন তাঁর স্ত্রী অনুষ্কাকেই৷ কিন্তু তিনিও তো অনুষ্কা ৷ তিনি বিরাটের হাত থেকে কেকের টুকরোটা নিয়ে খাইয়ে দিলেন নিজের স্বামীকেই৷ আরে এই জন্যেই বলে , প্যায়ার হো তো অ্যায়সা৷ ’



Published by:
Debalina Datta


First published:
November 6, 2020, 2:15 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।