‘প্রেগন্যান্ট’ অনুষ্কার সঙ্গে থাকবেন, বিরাটকে পিতৃত্বকালীন ছুটি দিল বিসিসিআই

খেলাধুলা

[ad_1]

‘প্রেগন্যান্ট’ অনুষ্কার সঙ্গে থাকবেন, বিরাটকে পিতৃত্বকালীন ছুটি দিল বিসিসিআই

Photo- Reuters

সন্তানের জন্মের সময় স্ত্রী -র পাশে থাকতে চান ক্যাপ্টেন কোহলি৷

#মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সোমবার নিশ্চিত করল বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসবেন। বিরাট ও অনুষ্কার  ভাবী সন্তান জানুয়ারি মাসে হওয়ার কথা। তাই পিতৃত্বকালীন ছুটি চেয়েছিলেন বিরাট কোহলি। বিরাটের আবেদনে সাড়া দিয়ে সরকারিভাবে তাঁর ছুটির কথা ঘোষণা করল বিসিসিআই।

সন্তানসম্ভবা অনুষ্কার পাশে থাকতে চান বিরাট । পাশাপাশি সন্তানের জন্মের সময়ের আনন্দঘন মুহূর্তটাও মিস করতে চান না। তাই ছুটির আবেদন করেছিলেন ভারত অধিনায়ক।

বিসিসিআই নিজেদের স্টেটমেন্টে জানিয়েছে, ‘নির্বাচন কমিটির বৈঠক ছিল ’৬ অক্টোবর, সেখানে বিরাট কোহলি জানিয়েছিলেন অ্যাডিলেডে প্রথম টেস্টের পর ফিরে আসতে চান তিনি। বিসিসিআই তাঁকে পিতৃত্বকালীন ছুটি দিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্টের পর ফিরে আসতে চান তিনি ।


আইপিএলে অংশ নেওয়ার কারণে প্রচুর ক্রিকেটারেরই চোট আঘাতের সমস্যা হয়েছে। সেটা মাথায় রেথে তিন ফর্ম্যাটের জন্যেই দলে কিছু পরিবর্তন করা হয়েছে।

এরমধ্যে অন্যতম বড় ঘটনা টেস্ট দলে রোহিত শর্মার অন্তর্ভুক্তি। বিসিসিআইয়ের চিকিৎসক দল তাঁর ওপর সবসময় নজর রেখে চলেছে। আইপিএলের সময় হ্যামস্ট্রিং য়ের চোটের জন্য তাঁর অস্ট্রেলিয়া সফরে বড় প্রশ্নচিহ্ন ছিল। এদিকে মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে ফাইনালেও তিনিই দলকে নেতৃত্ব দেওয়ার সম্ভবনা উজ্জ্বল।



বিসিসিআইয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে৷ ‘বিসিসিআইয়ের মেডিক্যাল দল রোহিত শর্মার ফিটনেসে নজর রেখেছে, তারা অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটিকে তাঁদের তথ্য জানিয়েছে ৷ মিস্টার শর্মাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে তাঁকে একদিনের ও টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্রাম দেওয়া হবে৷ বর্ডার -গাভাসকর ট্রফি টেস্ট সিরিজের জন্য তাঁকে দলে নেওয়া হয়েছে৷ ’

ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ, ৩ টি টোয়েন্টি ও ২ টি অনুশীলন ম্যাচ ও ৪ টি টেস্ট খেলবে৷ এই সফর প্রায় দেড় মাসের৷ প্রথম একদিনের ম্যাচ খেলা হবে ২৭ নভেম্বর৷

করোনা ভাইরাস প্রেক্ষিতে খেলাধুলো পুরোপুরি বন্ধ থাকার পর এটাই ভারতের প্রথম ক্রিকেট সিরিজষ কোহলি ও অনুষ্কা নিজের প্রেগন্যান্সির খবর এই বছর অগাস্টে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন৷



Published by:
Debalina Datta


First published:
November 9, 2020, 6:14 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।