বিরাটদের হারের পর ‘প্রেগন্যান্ট’ অনুষ্কাকে ট্রোল না করতে আর্জি ফ্যানদের!

খেলাধুলা

[ad_1]

বিরাটদের হারের পর ‘প্রেগন্যান্ট’ অনুষ্কাকে ট্রোল না করতে আর্জি ফ্যানদের!

Photo Courtesy- Anushka Sharma/ Instagram

অনুষ্কা শর্মার পাশে দাঁড়ালেন ফ্যানরা৷

#দুবাই : নিজেদের প্রথম সন্তানের প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন অনুষ্কা ও বিরাট ৷ পাশাপাশি তাঁদের ফ্যানরাও একইভাবে নবজাতকের প্রত্যাশায় রয়েছেন৷ সন্তানসম্ভবা অবস্থাতেও নিয়মিত মাঠে আসছেন অনুষ্কা শর্মা৷ নিজের স্বামী বিরাটের পাশাপাশি চিয়ার করছেন দলকে৷ তবে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সের DC (Delhi Capitals) কাছে হেরেছে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর RCB (Royal Challengers Bangalore) ৷

এই ম্যাচেও দুধ সাদা পোশাকে হাজির ছিলেন অনুষ্কা,চিয়ার করছিলেন টিমকে৷ আর তাই আবার তাঁকে তার প্রেগন্যান্সিকে টার্গেট করা হয়৷ কিন্তু এবার আর বিরাট -অনুষ্কাকে আর প্রতিবাদের ভাষা নিয়ে দাঁড়াতে হল না৷ এবার অনুষ্কার ফ্যানরাই আর্জি জানিয়েছেন আর যেন তাঁকে আঘাত না করেন৷ একের পর এক পোস্ট স্রোতের মতো আছড়ে পড়েছে সোশ্যাল হ্যান্ডেলে৷

এক ফ্যান লিখেছেন ,”NO NEGATIVITY AROUND HER TODAY PLEASE NO MATTER WHAT,” অর্থাৎ যাই হয়ে যাক ওঁর চারপাশে দয়া করে কোনও নেগেটিভিটি আসতে দেবেন না৷


একজন আবার লিখেছেন, ‘ “Now please don”t say because #AnushkaSharma is pregnant so #ViratKohli is not playing well due to tensions and responsibilities of her pregnancy… Hope you don’t reach that level of #andhbhakthi.” অর্থাৎ এখন দয়া করে বলবেন না যেহেতু অনুষ্কা শর্মা প্রেগন্যান্ট তাই টেনশনে তিনি খেলতে পারছেন না৷ আশা করি আমরা অন্ধভক্তির এই লেভেলে পৌঁছে ়যাবেন না৷

এদিকে অনুষ্কা শর্মা -র সঙ্গে  ধনশ্রী ভর্মাও আরসিবিকে সাপোর্ট করতে এসেছিলেন৷ তাঁরা সামাজিক দূরত্ববিধি মেনে স্টেডিয়ামে বসেছিলেন দুজনেই৷

অনুষ্কা শর্মা সামনের বছর জানুয়ারিতে সন্তানের জন্ম দেবেন৷ এই সময়ে তিনি খুবই সাবধানে রয়েছেন৷ পাশাপাশি দারুণ পোশাকে নিজের সন্তানসম্ভবা অনুষ্কা নিজের রূপের ডালি মেলে ধরেছেন৷ অনুষ্কা ও ধনশ্রী ৷



Published by:
Debalina Datta


First published:
November 4, 2020, 12:23 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।