[ad_1]
Photo Courtesy- Anushka Sharma/ Instagram
অনুষ্কা শর্মার পাশে দাঁড়ালেন ফ্যানরা৷
#দুবাই : নিজেদের প্রথম সন্তানের প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন অনুষ্কা ও বিরাট ৷ পাশাপাশি তাঁদের ফ্যানরাও একইভাবে নবজাতকের প্রত্যাশায় রয়েছেন৷ সন্তানসম্ভবা অবস্থাতেও নিয়মিত মাঠে আসছেন অনুষ্কা শর্মা৷ নিজের স্বামী বিরাটের পাশাপাশি চিয়ার করছেন দলকে৷ তবে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সের DC (Delhi Capitals) কাছে হেরেছে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর RCB (Royal Challengers Bangalore) ৷
এই ম্যাচেও দুধ সাদা পোশাকে হাজির ছিলেন অনুষ্কা,চিয়ার করছিলেন টিমকে৷ আর তাই আবার তাঁকে তার প্রেগন্যান্সিকে টার্গেট করা হয়৷ কিন্তু এবার আর বিরাট -অনুষ্কাকে আর প্রতিবাদের ভাষা নিয়ে দাঁড়াতে হল না৷ এবার অনুষ্কার ফ্যানরাই আর্জি জানিয়েছেন আর যেন তাঁকে আঘাত না করেন৷ একের পর এক পোস্ট স্রোতের মতো আছড়ে পড়েছে সোশ্যাল হ্যান্ডেলে৷
এক ফ্যান লিখেছেন ,”NO NEGATIVITY AROUND HER TODAY PLEASE NO MATTER WHAT,” অর্থাৎ যাই হয়ে যাক ওঁর চারপাশে দয়া করে কোনও নেগেটিভিটি আসতে দেবেন না৷
NO NEGATIVITY AROUND HER TODAY PLEASE NO MATTER WHAT
[ #AnushkaSharma ] pic.twitter.com/LJ2INZf8ao
— Sarah🌺 (@OneNOnlyyy) November 2, 2020
একজন আবার লিখেছেন, ‘ “Now please don”t say because #AnushkaSharma is pregnant so #ViratKohli is not playing well due to tensions and responsibilities of her pregnancy… Hope you don’t reach that level of #andhbhakthi.” অর্থাৎ এখন দয়া করে বলবেন না যেহেতু অনুষ্কা শর্মা প্রেগন্যান্ট তাই টেনশনে তিনি খেলতে পারছেন না৷ আশা করি আমরা অন্ধভক্তির এই লেভেলে পৌঁছে ়যাবেন না৷
Kohli took RCB to playoffs with his brilliant captaincy.
Even with injured Morris and wicketless chahal, he dragged this small total to 19th over.
His team selection Shahbaz and Dube both were clinical in this performance, but no one will talk about it.
Well done @imVkohli ❤️
— AFC Abhi (@AfcAbhii) November 2, 2020
protect anushka sharma at any cost 🧿 pic.twitter.com/S93XP3ll8s
— kiara (@aliaaakapoor) November 2, 2020
এদিকে অনুষ্কা শর্মা -র সঙ্গে ধনশ্রী ভর্মাও আরসিবিকে সাপোর্ট করতে এসেছিলেন৷ তাঁরা সামাজিক দূরত্ববিধি মেনে স্টেডিয়ামে বসেছিলেন দুজনেই৷
অনুষ্কা শর্মা সামনের বছর জানুয়ারিতে সন্তানের জন্ম দেবেন৷ এই সময়ে তিনি খুবই সাবধানে রয়েছেন৷ পাশাপাশি দারুণ পোশাকে নিজের সন্তানসম্ভবা অনুষ্কা নিজের রূপের ডালি মেলে ধরেছেন৷ অনুষ্কা ও ধনশ্রী ৷
[ad_2]