শেষ ওভারে মাথা ঠাণ্ডা রাখাই ছিল লক্ষ্য, বললেন নাইটদের জয়ের নায়ক সুনীল নারিন

খেলাধুলা

[ad_1]

KKR vs KXIP: শেষ ওভারে মাথা ঠাণ্ডা রাখাই ছিল লক্ষ্য, বললেন নাইটদের জয়ের নায়ক সুনীল নারিন

Photo Courtesy: IPLT20.com/BCCI

কিংস ইলেভেনকে মাত্র ২ রানে হারিয়ে উঠে শনিবার নারিন জানান, শেষ ওভারের বল করার সময়ে রক্তচাপ বেড়ে গিয়েছিল তাঁর ৷

#আবুধাবি: অবিশ্বাস্য ম্যাচ ! শনিবার কিংস ইলেভেন পঞ্জাব বনাম কেকেআর ম্যাচ দেখার পর এ কথাই বলতে হয় ৷ নিশ্চিত হারা ম্যাচ কীভাবে শেষ ওভারে বের করে নিল কার্তিক ব্রিগেড, তা ভেবেই অবাক হতে হচ্ছে ৷ শনিবার আবুধাবিতে শেষ ওভারের নায়ক কেকেআরের ‘মিস্ট্রি স্পিনার’ সুনীল নারিন ৷ তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও ফের একবার দলকে জেতালেন তিনি ৷ ম্যাচটি সুপার ওভারে নিয়ে যেতে শেষ বলে প্রয়োজন ছিল একটি ছক্কার ৷ গ্লেন ম্যাক্সওয়েলের মারা শট বাউন্ডারি লাইনের কয়েক ইঞ্চি আগেই পড়ে যায় ৷ আম্পায়ারও বাউন্ডারি সিগন্যাল দিতে বিশেষ সময় নেননি ৷

কিংস ইলেভেনকে মাত্র ২ রানে হারিয়ে উঠে শনিবার নারিন জানান, শেষ ওভারের বল করার সময়ে রক্তচাপ বেড়ে গিয়েছিল তাঁর ৷ কিন্তু মাথা ঠাণ্ডা রেখে নিজের কাজটা সারতে সফল তিনি ৷ নারিন বলেছেন, ‘‘শেষ বলটা আমি বাইরের দিকে করতে চেয়েছিলাম। কিন্তু সেটা করার পরে মনে হল ভুল করে ফেললাম ৷ আমি কিন্তু আগেও এ রকম বল করেছি। আর এ রকম একটা অবস্থার মধ্যেও আমি মাথা ঠাণ্ডা রেখেছি। আসলে আমি এ রকমই।’’ জয়ের নায়ক নারিনের প্রশ্ন করেছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকও ৷ নারিন প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘ওঁর অসম্ভব ঠাণ্ডা মাথা ৷ সবসময়ে চেষ্টা করে দলকে জেতাতে ৷ ’’

Photo Courtesy: IPLT20.com/BCCI Photo Courtesy: IPLT20.com/BCCI


এদিকে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েও স্বস্তি নেই কেকেআর শিবিরে। বড়োসড়ো সমস্যার সম্মুখীন ম্যাচের নায়ক সুনীল নারিন‌। কেএল রাহুলদের বিরুদ্ধে শনিবার শেষ ওভারে দুরন্ত বোলিং করে নাইটদের ম্যাচ জেতানো স্পিনার সুনীল নারিনকে নিয়ে উঠল প্রশ্ন। ক্যারিবিয়ান স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললেন ম্যাচের আম্পায়ার। শুধু সংশয় প্রকাশই নয়, সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্টও জমা দিলেন আম্পায়াররা।

চলতি মরশুমের প্রথম দিকে ব্যাটে-বলে সেভাবে দাগ কাটতে না পারলেও কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে শনিবার জ্বলে ওঠেন নাইটদের সেরা অস্ত্র সুনীল নারিন। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। শেষ ওভারে দুরন্ত বল করে দলকে জয় এনে দেন। নিজের তিন নম্বর ওভারে দুরন্ত বোলিং করেন নারিন।



Published by:
Siddhartha Sarkar


First published:
October 11, 2020, 9:41 AM IST

পুরো খবর পড়ুন

[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।