[ad_1]
কয়েক মাস আগেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছিলেন স্ত্রী, এ যেন তাঁদের দ্বিতীয় জীবন!
Bangla Editor | News18 Bangla | November 1, 2020, 3:24 PM IST
1/ 4


বিজয়া দশমীর পরে সিঁদুর খেলায় মাতে হিন্দু নারীরা৷ এটাই প্রচলিত রীতি৷ এতে যেমন ধর্মীয় উপাচার জুড়ে থাকে তেমনিই প্রেমের অনুষঙ্গ হিসেবেও এই সিঁদুর খেলা বহুল প্রচলিত৷ স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা -র সঙ্গে বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের সিঁদুর খেলার ছবি এখন ভাইরাল৷ Photo Courtesy- Facebook
2/ 4


এই বছরেই প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন বাংলাদেশি এই ক্রিকেটারের স্ত্রী৷ ২৭ মার্চ চা বানানোর জন্য রান্নাঘরে ঢুকেছিলেন তখন সিলিন্ডার ব্লাস্ট করে ঝলসে যায় তাঁর শরীরের একটি অংশ৷ নিজেকে রক্ষা করলেও হাতের একটা অংশ পুড়ে যায়৷ তাই এবছরের বিজয়ার সিঁদুর খেলাটা বিশেষ ছিল দম্পতির জন্যা৷ Photo Courtesy- Facebook
3/ 4


সিঁদুর খেলায় দেবশ্রী সেজেছেন একেবারে ট্র্যাডিশানাল স্টাইলে৷ সাদা শাড়ি লাল পাড়৷ ৷ লিটনও পড়েছেন সাদা পাঞ্জাবি ৷ স্ত্রী দেবশ্রী কে নিজের হাতে গালে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন লিটন দাস এমন ছবি দেখে দারুণ খুশি ফ্যানরা৷ Photo Courtesy- Facebook
4/ 4


২৬ বছরের লিটন উইকেটরক্ষক৷ বাংলাদেশের জার্সিতে ২০ টি টেস্ট ও ৩৬ টি একদিনের ক্রিকেট খেলেছেন৷ তিনি যথেষ্ট জনপ্রিয়৷ বাংলাদেশের তারকা ক্রিকেটার ও তাঁর স্ত্রীকে পছন্দও করেন ফ্যানরা৷ Photo Courtesy- Facebook
[ad_2]