হঠাৎ হৃদরোগে আক্রান্ত কপিল দেব! দিল্লির হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি

খেলাধুলা

[ad_1]

হঠাৎ হৃদরোগে আক্রান্ত কপিল দেব! দিল্লির হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি

হঠাৎ অসুস্থ কপিল দেব।

সূত্রের খবর তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি চলছ।

নয়াদিল্লি: দেবীপক্ষেই ঘোর দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা কপিল দেব। সূত্রের খবর তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি চলছ।

এদিন কপিল দেবের অসুস্থতার খবর মেলে ট্যুইটারে। লীনা ঠাকরে নামক এক ক্রীড়া সাংবাদিক প্রথম তাঁর অসুস্থতার কথা জানান। তারপরেই সাড়া পড়ে যায় ক্রীড়ামহলে। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ককের সুস্থতা কামনা করছে গোটা দেশ।



কপিলের বর্তমান বয়স ৬১। দীর্ঘ ১৬ বছরের বর্ণময় কেরিয়ারে কপিল দেব খেলেছেন ১৩১ টি টেস্ট ও ২২৫টি একদিনের ম্যাচ। বিশ্বের সেরা অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি, ইয়ান বোথাম, ইমরান খানের সঙ্গে একই আসনে বসানো হয় তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৬৮৭টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।



Published by:
Arka Deb


First published:
October 23, 2020, 2:44 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।