হ্যামস্ট্রিংয়ের চোট চিন্তায় রাখছে, অস্ট্রেলিয়া সফরে ঋদ্ধির যাওয়া নিয়ে সংশয়

খেলাধুলা

[ad_1]

হ্যামস্ট্রিংয়ের চোট চিন্তায় রাখছে, অস্ট্রেলিয়া সফরে ঋদ্ধির যাওয়া নিয়ে সংশয়

File Photo

রবিবার দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচের শুরুতেই হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়ে দেন, ঋদ্ধিমানের হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে ৷ তাই ম্যাচে খেলতে পারছে না ও ৷

#আবুধাবি: কপালটাই হয়তো এখন সঙ্গ দিচ্ছে না ঋদ্ধিমান সাহার ৷ দুর্দান্ত ফর্মে থাকা অবস্থাতেও আইপিএলে হায়দরাবাদের হয়ে গুরুত্বপূর্ণ এলিমিনেটর ও কোয়ালিফায়ার দুটি ম্যাচ খেলা হয়নি ঋদ্ধিমানের ৷ এবার ভারতের অস্ট্রেলিয়া সফরেও অনিশ্চিত তিনি ৷ চোটের অবস্থা এখন যেরকম, তাতে শেষপর্যন্ত অস্ট্রেলিয়া সফরে যেতে পারবেন কী না ঋদ্ধি, তা নিয়ে সংশয় রয়েছে ৷

রবিবার দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচের শুরুতেই হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়ে দেন, ঋদ্ধিমানের হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে ৷ তাই ম্যাচে খেলতে পারছে না ও ৷

ওয়ার্নার একথা জানিয়ে দেওয়ার পরেই ঋদ্ধির অস্ট্রেলিয়া সফরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ৷ ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে ৷ তাই এখনও হাতে বেশ কিছুটা সময় রয়েছে ৷ দলের সঙ্গে অস্ট্রেলিয়া উড়ে গিয়ে ফিট হওয়ার সময় হাতে রয়েছে ঋদ্ধির ৷  তাই এখনই ঋদ্ধির অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সব সম্ভাবনা বন্ধ হয়ে যায়নি ৷ তবে চোটের পরিমাণ কতটা বেশি ৷ তা বিচার করার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ হ্যামস্ট্রিং টিয়ার যদি গ্রেড ২ টিয়ার হয়ে থাকে, তাহলে তা সারতে প্রায় দু’মাস সময় লেগে যেতে পারে ৷ সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আর কোনও সম্ভাবনা থাকবে না ঋদ্ধিমানের ৷



Published by:
Siddhartha Sarkar


First published:
November 9, 2020, 8:12 AM IST

পুরো খবর পড়ুন

[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।