১০-২০ টাকার নোটের সাহায্যে কোকেন সেবন করতেন ইমরান খান! বিস্ফোরক দাবি সতীর্থের

খেলাধুলা

[ad_1]

১০-২০ টাকার নোটের সাহায্যে কোকেন সেবন করতেন ইমরান খান! বিস্ফোরক দাবি সতীর্থের

ইমরান খান ৷ ফাইল ছবি ৷


সরফরাজ নওয়াজের বিস্ফোরক দাবিতে কেঁপে উঠেছে সোশ্যাল মিডিয়া

#ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন স্পিড স্টার সরফরাজ নবাবের নিশানায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তিনি বড়সড় অভিযোগ করেছেন প্রাক্তন এই কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৷ সরফরাজ দাবি করেছেন ইমরান কোকেন সেবন করতেন ৷ সরফরাজের এই চাঞ্চল্যকর দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সরফরাজ ১৯৭০ ও ৮০ দশকরে পাকিস্তানের স্টার বোলার ছিলেন, একই সঙ্গে তিনি ইমরানের সতীর্থও ছিলেন ৷

সরফরাজ আরও দাবি করেছেন তাঁর দাবি সঠিক প্রমাণ করতে তিনি ইমরানকে আদালতে নিয়ে যেতে পারেন ৷ তবে এই প্রথম নয় পাকিস্তানের অন্য প্রাক্তন ক্রিকেটারদের বিরুদ্ধেও ড্রাগচক্র যোগের অভিযোগ উঠেছে ৷ সরফরাজ দাবি করেছেন, উদাহরণ হিসাবে ১৯৮৭ সালে একটি ম্যাচের কথা জানিয়েছেন ৷ ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ইমরানের পারফরমেন্স খুব একটা ভাল ছিলনা, এমনটাই দাবি করেছেন সরফরাজ ৷


সেই ঘটনার পর ইসলামাবাদে ইমরান তাঁর বাড়িতে গিয়েছিলেন খাওয়ার পরে ড্রাগ নিয়েছিলেন ৷ গুগলি নিউজ চ্যানেলে কথাবার্তা বলতে গিয়ে সরফরাজ এমনই বিস্ফোরক দাবি করেছেন ৷ ১০-১২ টাকার নোটে কোকেন নিয়ে সেবন করেছিলেন ৷ ভাং শুকিয়ে চরস তৈরি করতেন সেই সময়ে সরফরাজের বাড়িতে ছিলেন মোহসিন খান, আব্দুল কাদির ও সেলিম মালিকও ছিলেন ৷ খাওয়ার পরে চরস সেবন করেছিলেন ৷ ১৯৬৯-১৯৮৪ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট ও ৪৫টি একদিনের ম্যাচ খেলেছেন সরফরাজ ৷ একটি দীর্ঘ সময়ে ইমরানের সঙ্গে জুটি বেঁধে ফাস্ট বোলিং করেছিলেন সরফরাজ ৷

টেস্টে ১৭৭ উইকেট রয়েছে সরফরাজের ঝুলিতে পরবর্তীকালে পাকিস্তানের সাংসদও হয়েছিলেন তিনি ৷ এছাড়াও ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন একটি সময় ধরে ৷ টেস্টে সরফরাজ ৫ হাজারেরও বেশি রান করেছেন ৷



Published by:
Arjun Neogi


First published:
November 3, 2020, 6:42 PM IST

পুরো খবর পড়ুন

[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।