KKR vs KXIP:দুরন্ত ব্যাটিং গেইল-মনদীপ জুটির! ৮ উইকেটে হেরে ফের অস্বস্তিতে নাইটরা

খেলাধুলা

[ad_1]

KKR vs KXIP: দুরন্ত ব্যাটিং গেইল-মনদীপ জুটির! ৮ উইকেটে হেরে ফের অস্বস্তিতে নাইটরা

Photo Courtesy: IPL/BCCI

৮ উইকেটে জয়ী কিংস ইলেভেন পঞ্জাব ৷

কলকাতা নাইট রাইডার্স: ১৪৯/৯ (২০ ওভার)



কিংস ইলেভেন পঞ্জাব: ১৫০/২ (১৮.৫ ওভার)



৮ উইকেটে জয়ী কিংস ইলেভেন পঞ্জাব


ম্যান অফ দ্য ম্যাচ- ক্রিস গেইল

#শারজা: চলতি আইপিএলে নাইটদের সবচেয়ে বড় সমস্যা হল ধারাবাহিকতার অভাব ৷ এক ম্যাচে দারুণ পারফরম্যান্স ৷ তো পরের ম্যাচেই কুৎসিত ব্যাটিং-বোলিং ! সোমবার বিজয় দশমীর দিনে কেকেআর সমর্থকদের হতাশই করল মর্গ্যান ব্রিগেড ৷ শারজায় ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে হেলায় জয় কিংস ইলেভেন পঞ্জাবের ৷



এদিন পঞ্জাবের জয়ের নায়ক অবশ্যই ক্রিস গেইল এবং মনদীপ সিং ৷ দ্বিতীয় উইকেটের জুটিতে ১০০ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা ৷ ওখানেই জয়ের সব আশা শেষ হয়ে যায় কলকাতার ৷ ২৯ বলে ৫১ রান করে যখন গেইল আউট হন তখন কিংসদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩ রান ৷ গেইলের পাশাপাশি এদিন ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন মনদীপ সিং-ও ৷ ৫৬ বলে ৬৬ রান করে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান তিনি ৷

টস জিতে এদিন কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠান কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল। ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় বলেই কলকাতা নাইট রাইডার্সের ওপেনার নীতিশ রানা আউট হন ম্যাক্সওয়েলের বলে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রানা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সোমবার কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফেরেন তিনি। তবে রানা রান না পেলেও এদিনও ব্যাট হাতে সফল কেকেআরের আরেক ওপেনার শুভমান গিল ৷ ৪৫ বলে ৫৭ রান করেন তিনি ৷

Photo Courtesy: IPL/BCCI Photo Courtesy: IPL/BCCI

ম্যাক্সওয়েলকে দিয়ে বোলিং ওপেন করিয়েছিলেন লোকেশ রাহুল। ম্যাক্সওয়েল অধিনায়ককে শুরুতেই এনে দেন উইকেট। দ্বিতীয় ওভারে মহম্মদ শামির ম্যাজিক। পঞ্জাব পেসারের সুইংয়ে ঠকে যান রাহুল ত্রিপাঠি (৭)। সহজ ক্যাচ দেন লোকেশ রাহুলের হাতে। সেই ওভারেই দীনেশ কার্তিককে (০) বোকা বানিয়ে আউট করেন শামি। চলতি আইপিএলে রানের খরা অব্যাহত কেকেআরের সদ্য প্রাক্তন হওয়া অধিনায়ক কার্তিকের ৷ শুভমানের হাফ-সেঞ্চুরি, অধিনায়ক মর্গ্যান (৪৫) এবং ফার্গুসন (২৪ নট আউট) বাদে কেকেআর ব্যাটসম্যানদের মধ্যে কেউ দু’অঙ্কের রান পাননি এদিন ৷

১৫০ রানের টার্গেট খুব একটা বড় না হলেও লড়াই করার মতোই রান ছিল ৷ কিন্তু কেকেআর বোলাররা তা করতে ব্যর্থ ৷ এই ম্যাচ হেরে এখন ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে নেমে এল কলকাতা ৷ অন্যদিকে একই পয়েন্ট নিয়ে এখন কেকেআরের উপরে কিংস ইলেভেন পঞ্জাব ৷ প্লে অফে ওঠার রাস্তায় রয়েছে এই দু’দলই ৷ পরের রাউন্ডে যেতে হলে পরের দুটি ম্যাচই জেতার পাশাপাশি নেট রান রেটের দিকেও নজর রাখতে হবে কলকাতা নাইট রাইডার্সকে ৷



Published by:
Siddhartha Sarkar


First published:
October 26, 2020, 11:32 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।