KKR vs RR: এক হাতে উড়ন্ত ক্যাচ! ‘সুপারম্যান’ কার্তিক মুগ্ধ করল ক্রিকেটপ্রেমীদের

খেলাধুলা

[ad_1]

KKR vs RR: এক হাতে উড়ন্ত ক্যাচ ! ‘সুপারম্যান’ কার্তিক মুগ্ধ করল ক্রিকেটপ্রেমীদের

Photo Source: Twitter

‘সুপারম্যান’ কার্তিকের ক্যাচ দেখে সকলেই অবাক ৷ কামিন্সের করা বল স্টোকসের ব্যাটের কানায় লেগে প্রায় বাউন্ডারি হয়েই যাচ্ছিল ৷ কিন্তু তা হতে দেননি কার্তিক ৷

#দুবাই: এবারের আইপিএল যে সব ক্রিকেটারদের জন্য অত্যন্ত খারাপ গিয়েছে, তাঁদের মধ্যে অবশ্যই একজন দীনেশ কার্তিক ৷ ব্যাটে অফ ফর্ম চলছে ৷ টুর্নামেন্টের মাঝপথেই ক্যাপ্টেন্সি হারাতে হয়েছে ৷ ব্যাটন তুলে দিতে হয়েছে অইন মর্গ্যানের হাতে ৷ ব্যাট করার সময় ভাগ্য কোনওদিনই সহায় হয়নি তাঁর ৷ রবিবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচেও প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন কার্তিক ৷ কিন্তু ব্যাটে নয়, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের এদিন মুগ্ধ করল উইকেটের পিছনে তাঁর পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ ৷



‘সুপারম্যান’ কার্তিকের ক্যাচ দেখে সকলেই অবাক ৷ কামিন্সের করা বল স্টোকসের ব্যাটের কানায় লেগে প্রায় বাউন্ডারি হয়েই যাচ্ছিল ৷ কিন্তু তা হতে দেননি কার্তিক ৷ প্রায় তিন ফুট উড়ন্ত অবস্থায় পাখির মতো ছোঁ মেরে বলটিকে গ্লাভসবন্দি করেন কার্তিক ৷ ওই অসাধারণ ক্যাচের পরেই কেকেআর ম্যাচে আরও বেশি ছন্দ পেয়ে যায় ৷ স্টোকসকে ফেরানোর পর আর ফিরে তাকাতে হয়নি নাইটদের ৷

রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে তুলল কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন তাদের তাকিয়ে থাকতে হবে শেষ দু’টি ম্যাচের দিকে। কিংস ইলেভেন পঞ্জাব এবং রাজস্থান রয়্যালস বিদায় নেওয়ার পরে প্লে-অফের তিনটে স্থানের জন্য লড়াইয়ে এখন চার দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, কেকেআর এবং সানরাইজ়ার্স হায়দরাবাদ।



Published by:
Siddhartha Sarkar


First published:
November 2, 2020, 7:35 AM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।