[ad_1]
Photo Courtesy: IPL/BCCI
৫৭ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স ৷
মুম্বই ইন্ডিয়ান্স: ২০০/৫ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস: ১৪৩/৮ (২০ ওভার)
৫৭ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
#দুবাই: মুম্বইকে থামানো যাচ্ছে না ৷ লিগ পর্বের পর প্লে অফেও রোহিতদের জয়ের ধারা অব্যাহত ৷ নীতা আম্বানির দলের এখনও পর্যন্ত যা পারফরম্যান্স, তাতে এবছর আরও একবার রোহিতরা চ্যাম্পিয়ন না হলেই অবাক হতে হবে ৷ বৃহস্পতিবার ৫৭ রানে দিল্লিকে উড়িয়ে দিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স ৷
An all-round performance by #MumbaiIndians as they beat #DelhiCapitals by 57 runs and march into the #Dream11IPL final 🔝🔥👏#MIvDC pic.twitter.com/el0nvnT58A
— IndianPremierLeague (@IPL) November 5, 2020
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান স্কোরবোর্ডে তোলে মুম্বই ইন্ডিয়ান্স ৷ অধিনায়ক রোহিত শর্মা (০) রান না পেলেও মুম্বইয়ের রান তোলার গতি বজায় রাখেন কুইন্টন ডি’কক (৪০), সূর্যকুমার যাদব (৫১), ঈশান কিষাণ (৩০ বলে অপরাজিত ৫৫) ও হার্দিক পান্ডিয়া (১৪ বলে অপরাজিত ৩৭) ব্যাটের দাপটে মুম্বইয়ের স্কোর ২০০ রানে পৌঁছে যায় ৷ ম্যাচে একসময় দিল্লির বোলাররা মুম্বইয়ের রান তোলার গতিকে ভালমতোই আটকে দিয়েছিল ৷ মনে হচ্ছিল স্কোর হয়তো দেড়শোর গণ্ডীও টপকাবে না ৷ কিন্তু ঈশান-হার্দিক জুটি তা হতে দেননি ৷ দলের জেতার মতো স্কোর খাঁড়া করতে সফল তাঁরা ৷
Photo Courtesy: IPL/BCCI
২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটাই জঘন্য হয় দিল্লি ক্যাপিটালসের ৷ দুই ওপেনার পৃথ্বী শ (০) এবং শিখর ধাওয়ান (০)-র পাশাপাশি অজিঙ্কা রাহানে (০)-ও কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফেরেন ৷ শুরুতেই বোল্ট-বুমরাহরা যে ধাক্কাটা দিল্লিকে দিয়েছিলেন, তা আর সামলে উঠতে পারেননি শ্রেয়স আইয়াররা ৷
ঋষভ পন্থ (৩) নিজের উইকেট ছুড়ে দেন ৷ স্টয়নিস (৬৫) ও অক্ষর প্যাটেল (৪২) মিলে কিছুটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন ৷ দু’জনে মিলে ৮১ রানের পার্টনারশিপও গড়েন ৷ কিন্তু ওইটুকুই ৷ এর বেশি দিল্লির ব্যাটিং নিয়ে আজ বলার মতো কিছুই নেই ৷ বুমরাহের বলে স্টয়নিস বোল্ড হয়ে প্যাভিলিয়ানে ফিরতেই সব আশা শেষ হয়ে যায় দিল্লির ৷
[ad_2]