[ad_1]
Photo Courtesy: IPL/BCCI
৮ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস ৷
মুম্বই ইন্ডিয়ান্স: ১৯৫/৫ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস: ১৯৬/২ (১৮.২ ওভার)
৮ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস
#আবুধাবি: জয়ের টার্গেট ছিল ১৯৬ রানের ৷ মুম্বই ম্যাচ জিতছে, তা প্রায় ধরেই নিয়েছিলেন প্রত্যেকে ৷ কিন্তু স্টোকসরা ব্যাট করতে নামার পরেই ছবিটা বদলে গেল নিমেষে ৷ রবিন উথাপ্পা (১৩) এবং অধিনায়ক স্টিভ স্মিথ (১১)-এর উইকেট শুরুতে হারালেও ম্যাচ ৮ উইকেটে হেলায় জিতল রাজস্থান ৷ সৌজন্যে অবশ্যই বেন স্টোকস ৷ ৬০ বলে অপরাজিত ১০৭ রানের একটা দুরন্ত ইনিংস খেললেন তিনি ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন সঞ্জু স্যামসন ৷ ৩১ বলে ৫৪ রান করে তিনিও শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৷
১৪টি চার এবং ৩টি ছক্কায় সাজানো স্টোকসের ইনিংস ৷ তাঁকে সামলাতে এদিন রীতিমতো নাকানিচোবানি খেতে হয়েছে মুম্বইয়ের বোলারদের ৷ স্টোকস ও স্যামসন মিলে ১৫২ রানের পার্টনারশিপ গড়েন ৷ ম্যাচ জিততে তাই কোনও সমস্যাই হয়নি রাজস্থানের ৷
Dream11 GameChanger of Match 45 between @rajasthanroyals and @mipaltan is Ben Stokes. @Dream11 #YeApnaGameHai #Dream11IPL pic.twitter.com/nJa1xEIHqL
— IndianPremierLeague (@IPL) October 25, 2020
রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক কিয়েরন পোলার্ড। রোহিত শর্মাকে এ দিনও বিশ্রামে রাখা হয়। তাই পোলার্ডের হাতেই থাকে নেতৃত্বের ব্যাটন। মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন ঈশান কিষাণ ও কুইন্টন ডি” কক। ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলেই কুইন্টন ডি’ কককে (৬) বোল্ড করেন জোফ্রা আর্চার। ঈশান কিষান (৩৭), সূর্যকুমার যাদব (৪০), সৌরভ তিওয়ারি (৩৪) এবং হার্দিক পান্ডিয়া (২১ বলে ৬০ নট আউট)-র ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান স্কোরবোর্ডে তোলে মুম্বই ৷ এই রান তাড়া করে জেতাটা সত্যি কঠিন ৷ কিন্তু কঠিন কাজটাই সহজ করলেন স্টোকস ৷ যদিও স্টোকসকে ২৬ রানে আউট করার সুযোগ হাতছাড়া করে মুম্বই। ক্রুনাল পাণ্ডিয়ার বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলেছিলেন স্টোকস। ক্যাচটা কঠিনই ছিল। হার্দিক মরিয়া চেষ্টা করেও সেই যাত্রায় স্টোকসকে তালুবন্দি করতে পারেননি। সেটাই হয়তো ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল ৷ মুম্বই বোলারদের পিটিয়ে দলকে সহজ জয় এনে দিলেন স্টোকস ৷ ১২ ম্যাচ খেলে রাজস্থানের সংগ্রহ এখন ১০ পয়েন্ট ৷ প্লে অফে ওঠার লড়াইয়ে থাকলেন তারাও ৷
[ad_2]