RR vs SRH: ফের নায়ক তেওয়াটিয়া, হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল রাজস্থান

খেলাধুলা

[ad_1]

RR vs SRH: ফের নায়ক তেওয়াটিয়া, হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল রাজস্থান

ফের হারা ম্যাচ জেতালেন তেওয়াটিয়া৷ Photo- IPL/Twitter

এ দিন প্রথমে ব্যাট করে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৪৮ ও মণীশ পান্ডের ৫৪ রানের সৌজন্যে ২০ ওভারে ১৫৮ তুলেছিল হায়দরাবাদ৷

#দুবাই: ফের নায়ক রাহুল তেওয়াটিয়া৷ তাঁর এবং রিয়ান পরাগের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে জয়ে ফিরল রাজস্থান রয়্যালস৷ পর পর তিন ম্যাচে হারের পর জয়ে ফিরল স্টিভ স্মিথের দল৷কার্যত হারা ম্যাচে রাজস্থানকে জয় এনে দিলেন তেওয়াটিয়া-পরাগ জুটি৷

এ দিন প্রথমে ব্যাট করে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৪৮ ও মণীশ পান্ডের ৫৪ রানের সৌজন্যে ২০ ওভারে ১৫৮ তুলেছিল হায়দরাবাদ৷ রাজস্থানের হয়ে ওপেন করতে নেমেছিলেন বেন স্টোকস৷ কিন্তু শুরুতেই খলিল আহমেদের বলে আউট হয়ে ফেরেন তিনি৷ তাঁর জায়গায় নামা অধিনায়ক স্টিভ স্মিথও জস বাটলারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন৷ ভাল ছন্দে শুরুটা করলেও খলিলের ইনসুইংগারেই বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাটলার৷

সঞ্জু স্যামসন এবং রবীন উত্থাপ্পা পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও উত্থাপ্পাকে ফিরিয়ে দেন রশিদ খান৷ তাঁর বলেই ফিরে যান সঞ্জু স্যামসনও৷ এক সময় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল রাজস্থান৷ সেখান থেকেই খেলা ঘোরান তেওয়াটিয়া এবং পরাগ৷


শেষ পর্যন্ত ২৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন তেওয়াটিয়া৷ আর ২৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তরুণ রিয়ান পরাগ৷ ৬ মেরে তিনিই দলকে জয় এনে দেন৷ এখনও পর্যন্ত তিনটি ম্যাচে জিতে ৬ পয়েন্ট পেল রাজস্থান৷

এবারের আইপিএল-এ এর আগেও কার্যত একা হাতে কিংগস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে এক ওভারের পাঁচটি ছক্কা মেরে রাজস্থানকে জয় এনে দিয়েছিলেন তেওয়াটিয়া৷ এ দিন যেন সেই ইনিংসেরই পুনরাবৃত্তি ঘটালেন তিনি৷ তবে অভিজ্ঞ তেওয়াটিয়ার সঙ্গে অবশ্যই তরুণ রিয়ান পরাগের কথা বলতে হবে৷ এবারের আইপিএল-এ নিয়মিত রাজস্থান রয়্যালস দলে প্রথম এগারোয় সুযোগ পাচ্ছেন তিনি৷ এ দিনও কঠিন পরিস্থিতিতে যথেষ্ট পরিণতি বোধ দেখালেন রিয়ান৷ শেষ দু” বলে যখন দুই রান বাকি, তখনও ঠান্ডা মাথায় ছয় মেরে এক বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন পরাগ৷



Published by:
Debamoy Ghosh


First published:
October 11, 2020, 7:41 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।