SRH ক্রিকেট-পরিবারের ছবি শেয়ার করলেন ওয়ার্নার, সোশ্যাল মিডিয়ায় আলোড়ন!

খেলাধুলা

[ad_1]

Sunrisers Hyderabad ক্রিকেট-পরিবারের ছবি শেয়ার করলেন ওয়ার্নার, সোশ্যাল মিডিয়ায় আলোড়ন!

Photo Courtesy: David Warner/Instagram Handle

ছবি দেখে বোঝা যাচ্ছে কোনও একটি হোটেলের সামনে গোটা টিম মিলে ক্যামেরার সামনে ধরা দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

#শারজা: আজ, মঙ্গলবার শারজায় মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। প্লে-অফে ইতিমধ্যেই তিনটি দল নিশ্চিত। তাই লড়াই হাড্ডাহাড্ডির। হায়দরাবাদ ফ্যানেদের উন্মাদনাও তুঙ্গে। এর মাঝেই ভাইরাল হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের গোটা টিমের ছবি। সম্প্রতি Instagram-এ ছবিটি শেয়ার করেছেন দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

সানরাইজার্স হায়দরাবাদ টিমের প্লেয়ার, কোচ, মেডিক্যাল ও সাপোর্ট স্টাফ সকলেই এক ফ্রেমে বন্দী। একের পর এক সারিবদ্ধ ভাবে কেউ বসে, কেউ বা দাঁড়িয়ে রয়েছেন। ক্যাপশনে লেখা- Caption this। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। ওয়ার্নার এই ছবি পোস্ট করার একঘণ্টার মধ্যেই প্রায় ১ লাখ ৭০ হাজার লাইক পড়েছে তাতে। অনেকেই নানা মজার রিপ্লাই দিয়েছেন ছবিতে। ওয়ার্নারের ক্যাপশন দিস-এর জবাবে এক Instagram ইউজার লিখেছেন ‘দ্য আনবিটেবলস’। মুম্বই ম্যাচের জন্য বেস্ট অফ লাকও জানিয়েছেন। অন্য দিকে ভবিষ্যদ্বাণী জানিয়েছেন আরও এক ফ্যান। লিখেছেন ২০২০ IPL খেতাব জেতার পর সানরাইজার্স হায়দরাবাদের টিম। রিপ্লাই দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ টিমের অফিশিয়াল ইনস্টা-হ্যান্ডেলও। ছবির নিচে লেখা রয়েছে ‘পিকচার পারফেক্ট’। অনেকে লিখেছেন ‘দ্য বেস্ট টিম ইন IPL ২০২০’।









ছবি দেখে বোঝা যাচ্ছে কোনও একটি হোটেলের সামনে গোটা টিম মিলে ক্যামেরার সামনে ধরা দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ছবির প্রথম সারিতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, সন্দীপ শর্মা, রশিদ খানের সঙ্গে রয়েছেন হেড কোচ ট্রেভর বেলিস, অ্যাসিট্যান্ট কোচ ব্র্যাড হ্যাডিন, বোলিং কোচ মুথাইয়া মুরলিধরন, টিম মেন্টর ভিভিএস লক্ষণ। এর পর পিছনের চারটি সারিতে রয়েছেন দলের বাকি প্লেয়াররা।

প্রসঙ্গত, IPL 2020-র প্লে অফে যাওয়ার আশা টিকিয়ে রাখতে আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে নামছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে দলের অন্যতম কি-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন ওয়ার্নার। কারণ ওপেন করতে এসে যে কোনও সময় বিধ্বংসী ইনিংস খেলতে পারেন তিনি। এ পর্যন্ত IPL কেরিয়ারের মোট ১৩৮ ম্যাচে ৫০০০-এর বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটতারকা। ২০১৬ সালে দল IPL চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওয়ার্নারের। এর আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পাঁচ উইকেটে হারিয়ে দেয় হায়দরাবাদ। সে দিন ম্যাচের সেরা হয়েছিলেন সন্দীপ শর্মা। চার ওভার বল করে ২০ রান দিয়ে দু”টি উইকেট নিয়েছিলেন তিনি।



Published by:
Siddhartha Sarkar


First published:
November 3, 2020, 3:50 PM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।