[ad_1]
Photo Courtesy- Prince of Kolkata/ Facebook Account
মাথায় মুকুট, কানে ছোট্ট ঝুমকো, নীল শাড়িতে দারুণ সুন্দরী সৌরভ-ডোনার কন্যা৷
#কলকাতা : সোশ্যাল মিডিয়া এখন সাফল্যের এক বড় মঞ্চ৷ যে পারফরমারদের পারফরম্যান্স বলিউড, টলিউড, নাটক বা থিয়েটারের মঞ্চ না পেলেও সামাজিক মাধ্যমে পপুলার হতেও পারেন৷ আর সেই সেই মাধ্যমের সেলিব্রিটিরা এখন দারুণ জনপ্রিয়৷ সৌরভ ও ডোনার কন্যা সানা গঙ্গোপাধ্যায় তাঁর মায়ের মতোই নৃত্যশিল্পী ৷ একেবারে অল্প বয়সেই তিনি যে ভাবে দৃপ্ততা ও লালিত্যের সঙ্গে নৃত্যশৈলী পেশ করছেন তা সকলের কাছেই প্রমাণিত হয়েছে৷ সানার নাচের অনুষ্ঠান যাঁরা দেখেছেন তাঁরা তার পারফরম্যান্সে একেবারে মুগ্ধ৷
কিন্তু অনেকেই আছেন যাঁরা সানা -র নাচের অনুষ্ঠান দেখেননি৷ সম্প্রতি দীক্ষামঞ্জরি-র একটি অনুষ্ঠানে সানার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার একটি পেজ থেকে আপলোড হয় ৷
সানার পরণে ওড়িশি নাচের পোশাক৷ সাগর রঙা নীল শাড়ি, মাথায় ওড়িশি নাচের ঘরানার ঢঙে মুকুট ৷ কানে, গলায়, হাতে রুপোলি অলঙ্কার৷ এমনিতেই সানার মুখশ্রী কাটা -কাটা৷ তার সঙ্গে শরীরি বিভঙ্গ ও নাচের মুদ্রাতেও সে অনবদ্য৷ দেখে নিন সেই ভিডিও৷
প্রিন্স অফ ক্যালকাটা নামের ফেসবুক পেজ থেকে শেয়ার হওয়া এই ভিডিওটি প্রায় ৯ লক্ষ ভিউ হয়েছে৷ ভিডিওটি শেয়ার হয়েছে আড়াই হাজারের কাছাকাছি৷ ছবিতে মানুষ নিজেদের আবেগ উজাড় করে দিয়েছেন ৷ লাভ ও লাইকের সংখ্যা চমকে দেওয়ার মতো৷ ৩২ হাজার মানুষ এই ভিডিওতে দেখে নিজেদের মত দিয়েছেন৷
আসলে বাঙালির হৃদয়ের খুব কাছের মানুষ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ডোনা ও সৌরভের জুটিকেও খুব ভালোবাসেন বাঙালি ফ্যানরা৷ বাবা-মায়ের সেই ভালোবাসার টান তাদের মেয়েকেও দেন বাঙালি ৷ আর তাই সানার ভিডিও এই মুহূর্তে সুপার ভাইরাল৷ তবে ভিডিওতে একটি হিন্দি পপুলার গানের সঙ্গে সানার নাচটি কম্পোজ হয়েছে৷
[ad_2]