পঞ্চম আইপিএল ট্রফি জয়ের হাতছানি মুম্বইয়ের, চমকে দিতে প্রস্তুত শ্রেয়সরাও

খেলাধুলা

[ad_1]

IPL 2020 Final Preview: পঞ্চম আইপিএল ট্রফি জয়ের হাতছানি মুম্বইয়ের, চমকে দিতে প্রস্তুত শ্রেয়সরাও

© BCCI/IPL

লিগ পর্বে এক ও দুই নম্বরে থাকা দলের লড়াই আজ ফাইনালে ৷

Photo Courtesy: BCCI/IPL

#দুবাই: পঞ্চম আইপিএল খেতাব জয়ের হাতছানি মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ৷ আজ, মঙ্গলবার দুবাইয়ে আরও একটা আইপিএল ফাইনাল খেলতে নামছেন রোহিতরা ৷ এর আগে পাঁচ বার ফাইনালে উঠে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ৷ আজ আরও একটা ফাইনাল জিতলে পঞ্চমবার আইপিএল ট্রফি জয়ের স্বাদ পাবে মুম্বই ৷



লিগ পর্বে এক ও দুই নম্বরে থাকা দলের লড়াই আজ ফাইনালে ৷ প্রথম কোয়ালিফায়ারে মুম্বইয়ের বিরুদ্ধে উড়ে গেলেও ফাইনালে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে দিল্লি ৷ ফাইনালের আগে মুম্বই শিবিরে স্বস্তির ছায়া ৷ চোটমুক্ত পেসার ট্রেন্ট বোল্ট ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে দু’ওভারের বেশি বল করতে পারেননি তিনি ৷ ফাইনালে ফের প্রথম একাদশে ফেরার সুযোগ রয়েছে বোল্টের ৷ অধিনায়ক রোহিতও গতকাল, সোমবার জানিয়েছেন ট্রোলকে দেখে তাঁর সুস্থই মনে হয়েছে ৷ অনুশীলনও করেছেন কিউই পেসার ৷

দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ারের কথায় তাঁদের পথটা ছিল ‘রোলার কোস্টার’ চড়ার মতো। কখনও ওপরে, কখনও নীচে। এ বারের টুর্নামেন্টে এক বারও রোহিতদের হারাতে পারেননি শ্রেয়াসরা। তাই ফাইনালে সব হারের বদলা নিতে মরিয়া দিল্লি শিবির ৷

টুর্নামেন্টের মাঝ পথে খেই হারিয়ে ফেলে দিল্লির তরুণ ব্রিগেড। চোটের জন্য অমিত মিশ্র, ইশান্ত শর্মাদের হারিয়ে ভিত নড়ে যায় দলটার। পরপর বেশ কয়েকটা ম্যাচ হারলেও অবশ্য ফের ছন্দ ফিরে পায় দিল্লি ক্যাপিটালস ৷ শেষপর্যন্ত তারা ফাইনাল খেলছে ৷ আইপিএলে এটাই প্রথম ফাইনাল দিল্লি ফ্র্যাঞ্চাইজির কাছে ৷ এর আগে দিল্লি ডেয়ারডেভিলস ফ্র্যাঞ্চাইজিও কোনওদিন ফাইনালে উঠতে পারেনি ৷ প্রথম ফাইনাল যে কোনও দলের কাছেই স্পেশাল ৷ আর এই ম্যাচ আরও স্মরণীয় রাখতে চান শ্রেয়সরা চ্যাম্পিয়ন হয়েই ৷



Published by:
Siddhartha Sarkar


First published:
November 10, 2020, 8:09 AM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।