নাটকে মোড়া ম্যাচে, ১২ রানে জিতল কিংস ইলেভেন পঞ্জাব৷
#দুবাই: পয়েন্ট টেবলে ৫ ও ৬ নম্বরে থাকা দলের লড়াই ছিল৷ জয়ের জন্য প্রয়োজন ১২৮৷ তবুও জমল ২২ গজের লড়াই৷ এদিন দুবাইতে দিনের দ্বিতীয় ম্যাচে জিতল কিংস ইলেভেন পঞ্জাব৷ এই ম্যাচও যে হারা সম্ভব তা হেরে দেখাল সানরাইজার্স৷
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স৷ শুরু থেকেই হায়দরাবাদের বোলিংয়ের বিরুদ্ধে স্বচ্ছন্দ ছিলেন না কিংসের ক্রিকেটাররা৷ অধিনায়ক কেএল রাহুল ২৭ বলে ২৭, অন্য ওপেনার মনদীপ সিং ১৪ বলে ১৭ করে আউট হয়ে যান৷ ধামাকা গেইলও কিছুই করতে পারেননি ৷ ২০ বলে ২০ রান করে হোল্ডারের শিকার তিনি৷
এরপর শুধুই আয়ারাম -গয়ারামের কাহিনি৷ পুরান ২৮ বল ৩২ করে লড়াইয়ের কিছুটা চেষ্টা করে স্কোরকে ভদ্রস্থ করার চেষ্টা করলেও বাকিরা কেউই সঙ্গত দেননি৷ সানরাইজার্সের হয়ে রশিদ খান, সন্দীপ শর্মা, হোল্ডার ২ টি করে উইকেট পান৷
এর ফলে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রানের লক্ষ্য দেয়৷ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল হায়দরাবাদ৷ ওয়ার্নার -বারিস্তো জুটিতে ওঠে ৫৪ রান৷
Another wicket falls. Bairstow is bowled by M Ashwin.
কিন্তু হঠাৎই পরপর তিনটি উইকেট খুইয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স৷ ওয়ার্নার ২০ বলে ৩৫ রান করেন৷ ৫৪ রানে প্রথম উইকেট হারিয়ে ৩ উইকেট হারায় ৬৭ রানের মধ্যে৷