বঞ্চনার জবাব দিল ঋদ্ধির ব্যাট, অধিনায়ক থেকে ফ্যান সকলেই মজে বাংলার ছেলের দাপটে

খেলাধুলা

[ad_1]

IPL 2020: বঞ্চনার জবাব দিল ঋদ্ধির ব্যাট, অধিনায়ক থেকে ফ্যান সকলেই মজে বাংলার ছেলের দাপটে

‘এক ছোবলেই ছবি’ বোধহয় একেই বলা যায়…

#দুবাই:  সুযোগের অপেক্ষায় প্রহর গুনছিলেন৷ গোটা টুর্নামেন্টে প্রথম একাদশের বাইরে৷ বাংলা ক্রিকেটের সঙ্গে যাঁরা পরিচিত তাঁরা সকলেই জানেন ঋদ্ধিমান সাহা বা বঙ্গক্রিকেটের পাপালি কতটা ফোকাসড৷ তাই বঞ্চনার জবাব মুখ বলে নয়, বলে ঘা মেরে দিতে হয় তা ভালোই জানেন৷ আর সেটাই মঙ্গলবার দেখল মরুপ্রদেশ৷

দুবাইতে তাঁর ইনিংসকে ‘এলেন,দেখলেন, জয় করলেন’ না বলে বরং বলা ভালো এক ছোবলেই ছবি- ঋদ্ধির বিষাক্ত ব্যাটে জ্বলে গেল দিল্লি ক্যাপিটাল্স৷ এই মুহূর্তে ধোনির অবসরের পর জাতীয় দলে উইকেটের পিছনে গ্লাভস হাতের সবচেয়ে বড় দাবিদার নাকি ঋষভ পন্থ! তাঁর ব্যাট নাকি কথা বলে৷ অন্যদিকে ভারতে এই মুহূর্তে উইকেটের পিছনে সবচেয়ে সেরা স্কিলের মালিক ঋদ্ধি -র নাকি ব্যাটটা ততটা ধামাকাদার না হওয়ায় তাঁর নামের পাশে বসে প্রশ্ন৷

বঙ্গে দুর্গোৎসব শেষ হয়ে গেছে, তাই যেন তাঁর আশিষ নিয়েই এদিন ঋদ্ধির ব্যাট অনেককে অনেক কিছুর জবাব দিল৷ সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে তিনি জবাব দিলেন নিজের ফ্রাঞ্চাইজিকে , জবাব দিলেন বিসিসিআই নির্বাচকদেরও৷


এদিন ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিং জুটিতে নেমে একেবারে কামাল করে দেন ঋদ্ধি৷ ৪৫ বলে ৮৭ রানের ইনিংসে রয়েছে ১২ টি চার ও ২ টি ছয়৷ অজি সুপারস্টার ও এসআরএইচের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটও এদিন ঋদ্ধির পাশে কিছুটা ফিকে হয়ে যায়৷ ওয়ার্নার এদিন করেন ৩৪ বলে ৬৬ তাঁর ইনিংসে রয়েছে ৮ টি চার ও ২ টি ছয়৷

এদিকে সতীর্থ এই চমৎকার ইনিংস মূলত যার সুবাদে এখনও সানরাইজার্সের প্লে অফের স্বপ্ন বেঁচে রইল তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অধিনায়ক ওয়ার্নার৷ তাঁর সরল স্বীকারোক্তি- “Difficult decision to leave Jonny out and get Saha in, and especially batting a batsman like Kane at 4. Incredible knock from Saha though and his strike-rate in the powerplay was incredible. Unfortunately he’s got a little groin niggle but hopefully it isn’t too bad”- অর্থাৎ জনিকে বসিয়ে সাহাকে খেলানোটা কঠিন সিদ্ধান্ত ছিল৷ পাশাপাশি কেনকে ৪ খেলানো, কিন্তু সাহার থেকে একটি অবিশ্বাস্য ইনিংস৷ স্টাইকরেটও মারাত্মক বিধ্বংসী৷ যদিও ওঁর কুচকিতে সামাণ্য সমস্যা হয়েছে আশা করি ভালো আছে৷ ’



এদিকে অধিনায়েকর থেকে দরাজ সার্টিফিকেটের পর সাহাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেট দুনিয়াও৷

এদিকে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সানরাইজার্স পয়েন্ট টেবলের ৬ রইল পাশাপাশি নিজেদের প্লে অফের সম্ভবনাও বাঁচিয়ে রাখতে পারল এক বাঙালি ক্রিকেটারের ব্যাটে ভর করে৷



Published by:
Debalina Datta


First published:
October 28, 2020, 9:45 AM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।