শেষ তিনটি ম্যাচ ভাল খেলতে চাই, একজন অধিনায়ক কখনও পালাতে পারে না: ধোনি

খেলাধুলা

[ad_1]

শেষ তিনটি ম্যাচ ভাল খেলতে চাই, একজন অধিনায়ক কখনও পালাতে পারে না: ধোনি

Photo Courtesy: IPL/BCCI

টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে নিজেদের সেরাটা দিয়েই শেষ করতে মরিয়া চেন্নাই ব্রিগেড ৷

#দুবাই: আইপিএলে এবছর শুরুটা জয় দিয়েই করেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু তারপর যত সময় গিয়েছে, ততোই খারাপ হয়েছে পারফরম্যান্স ৷ মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০ উইকেটে হেরে প্লে অফে ওঠার রাস্তা পাকাপাকিভাবে শেষ চেন্নাইয়ের ৷ ১১ ম্যাচ খেলে ধোনিদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট ৷ তাই শেষ তিনটি ম্যাচ জিতলেও আর কোনও সুযোগ নেই ৷ আইপিএলে যে এবার এতটা খারাপ খেলবে সিএসকে, সমর্থকদের পাশাপাশি তা ভাবতে পারছেন না অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ৷ টুর্নামেন্টে তাঁদের বাকি তিনটি ম্যাচ এখন নিয়মরক্ষার ৷ ধোনির কথায়, ‘‘ একজন অধিনায়ক কখনই পালিয়ে যেতে পারে না ৷ ’’

শেষ তিনটি ম্যাচ ভাল খেলে সমর্থকদের মুখে কিছুটা হাসি ফোটাতে এখন মরিয়া ধোনিরা ৷ আইপিএলের ইতিহাসে এত খারাপ পারফরম্যান্স কোনওবারই হয়নি চেন্নাইয়ের ৷ সিএসকে অধিনায়কের মতে, ‘‘আমাদের এই ম্যাচ তিনটিতে যতটা সম্ভব ভাল খেলতে হবে। যা পরের বছরের প্রস্তুতিতে কাজে লাগবে। দেখতে হবে ডেথওভারের বোলার কারা সেটাও ঠিক করা। আর ক্রিকেটারদের চাপের মুখে ভেঙে পড়লে চলবে না।’’

খারাপ খেলার পাশাপাশি এ বছর ভাগ্যও তাঁদের সঙ্গ দেয়নি বলে জানিয়েছেন ধোনি ৷ যে ম্যাচগুলিতে আগে ব্যাট করতে চেয়েছিলেন , সেগুলিতে টসে হেরেছিলেন ৷ আজ, রবিবার আরসিবির বিরুদ্ধে খেলতে নামবেন ধোনিরা ৷ এই ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট বিরাটরাই ৷ তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে নিজেদের সেরাটা দিয়েই শেষ করতে মরিয়া চেন্নাই ব্রিগেড ৷



Published by:
Siddhartha Sarkar


First published:
October 25, 2020, 9:14 AM IST

পুরো খবর পড়ুন

[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।