#দুবাই: মঙ্গলবারের মেগা ফাইনালের আগে ফুটছে দুপক্ষই৷ মুম্বইয়ের কাছে ইতিহাসের হাতছানি আর দিল্লির চ্যালেঞ্জ নজির গড়ার৷ নিজেদের পঞ্চম আইপিএল খেতাব জিততে বদ্ধপরিকর৷ অন্যদিকে দিল্লি প্রথম খেতাব ঘরে নিয়ে যেতে চায়৷ এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার৷
দুই দলেই শেষ মুহূর্তে স্ট্র্যাটেজি তৈরির পাশাপাশি চলছে হিসেবনিকেশও৷ শিখর ধাওয়ান , রাবাদা, শ্রেয়স, পৃথ্বী সকলেই হতে পারেন দিল্লির গেমচেঞ্জার৷
অন্যদিকে মুম্বইয়ের ক্ষেত্রে বড় ভরসা অধিনায়ক রোহিতের ফাইনাল ভাগ্য৷ পাশাপাশি পোলার্ড, হার্দিক পান্ডিয়া, বুমরাহরা নিজেদের দিনে প্রতিপক্ষকে ধুয়ে দিতে পারেন প্রমাণ হয়েছে একাধিকবার৷
এর আগে মুম্বই ইন্ডিয়ন্সের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, ধওয়াল কুলকার্নি ও আদিত্য তারে নিজেদের খুদে কন্যাদের সঙ্গে খেলায় ব্যস্ত৷ তারপরেই হল জবরদস্ত কেক কাটা! আইপিএলের মেগা ফাইনালের আগে এই পরিবার তত্ত্বটাই এবারের মুম্বইয়ের মূল অস্ত্র৷ হাড্ডাহাড্ডি বাইশ গজে স্কিলের লড়াই, স্ট্র্যাটেজির টক্কর তো হবেই , তবে খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ন্সের বাড়তি ইউএসপি হতে চলেছে এই পারিবারিক কোয়ালিটি টাইমটাই৷
রোহিতের কোলে রয়েছে তাঁর মেয়ে সামাইরা, আদিত্য তারের কোলে তাঁর মেয়ে রাব্বানিস ও ধাওয়াল কুলকার্নির কোলে তাঁর মেয়ে নিতারা৷ ়যেখানে ম্যাচের একদিন আগে মাঠ থেকে গরমাগরম অনুশীলনের ছবিতে ভরে যাওয়ার কথা সেখানে এই ছবিটা নিঃসন্দেহে মুম্বই ফ্যানদের চমকে যাচ্ছেন৷
১১ নভেম্বর আইপিএলের মেগা ফাইনাল৷ মুম্বই দুবাইতে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে খেলতে নামবে৷ শ্রেয়সরা রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট বুক করেছে৷